আধুনিক বিজ্ঞানের প্রতিষ্ঠানলগ্নে রবার্ট বয়েলের ভূমিকা কী ছিল

ভূমিকা
রসায়নকে বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে প্রতিষ্ঠা করার পিছনে যাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি হলেন ব্রিটিশ রসায়নবিদ রবার্ট বয়েল। সপ্তদশ শতকে তাঁর মৌলিক গবেষণা, বিজ্ঞানের অগ্রগতির পথে বিশেষ অনুঘটকের কাজ করেছিল। গ্যাসের সূত্র আবিষ্কার তাঁকে বিজ্ঞানী হিসেবে অমরত্ব দান করেছে।
(1) অ্যারিস্টট্লীয় ভ্রান্ত ধারণার বর্জন : বয়েল মধ্যযুগ পর্যন্ত চলে আসা সমস্ত প্রকৃতির ব্যাখ্যাকে বিশ্বাস করতে অস্বীকার করেন এবং মাটি, জল, বায়ু ও অগ্নি এই চারটি উপাদানের দ্বারা সকল প্রাকৃতিক ঘটনার অ্যারিস্টট্রীয় ব্যাখ্যার বিরোধিতা করেন। পরিবর্তে তিনি ক্রমাগত পরীক্ষানিরীক্ষাও এভাবেই বিজ্ঞানের ভিত্তি প্রতিষ্ঠিত হয়। পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছোনোর পদ্ধতি অবলম্বন করেন।
(2) বস্তুর গঠন সম্বন্ধে ধারণা: ১৬৬১ খ্রিস্টাব্দে রবার্ট বয়েল ‘The Sceptical Chymist’ নামক পুস্তিকায় বস্তুর গঠন সম্পর্কে নিজের পর্যবেক্ষণ প্রসূত মতপ্রকাশ করে বলেন যে-প্রতিটি বস্তু অপর বস্তুর থেকে আলাদা খুব ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই মৌল কণাই অণুর ধারণাকে সমর্থন করে।
(3) বয়েলের সূত্র: যে-কোনো গ্যাসের আয়তন ও তাপমাত্রা সম্পর্কে বয়েলের যুগান্তকারী আবিষ্কার হল বয়েলের সূত্র। বয়েলের সূত্রের মূলকথা হল-নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, তার ওপর প্রযুক্ত চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়।
(4) গ্রন্থরচনা: পদার্থবিদ্যা ও রসায়নের বিভিন্ন দিক নিয়ে বয়েল তাঁর মূল্যবান মতামত বিভিন্ন গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। যেমন- ‘The Sceptical Chymist’, ‘Hydrostatical Paradoxes’ ইত্যাদি।
মূল্যায়ন
আধুনিক পরীক্ষামূলক বিজ্ঞানের অন্যতম পথপ্রদর্শক ছিলেন রবার্ট বয়েল। পরবর্তীকালের পদার্থবিদ ও রসায়নবিদরা তাঁর দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিলেন।
আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর