হকিতে বাংলার অংশগ্রহণ ও অবদান আলোচনা করো

হকিতে বাংলার অংশগ্রহণ ও অবদান আলোচনা করো
হকিতে বাংলার অংশগ্রহণ ও অবদান আলোচনা করো।

হকিতে বাংলার অতীত ও ঐতিহ্য

ভারতীয় ক্রীড়াসংস্কৃতির পীঠস্থান ছিল কলকাতা। ১৮৮৫-৮৬ খ্রিস্টাব্দে প্রথম হকি ক্লাবের প্রতিষ্ঠা হয় কলকাতায়। ১৯০৮ খ্রিস্টাব্দে ভারতের প্রথম হকি সংগঠন ‘The Bengal Hockey Association’ কলকাতাতেই গড়ে উঠেছিল। ১৮৯৫ খ্রিস্টাব্দে কলকাতায় ‘বেটন কাপ’ দিয়ে শুরু হয় প্রথম হকি প্রতিযোগিতা। বাংলা সরকারের আইন উপদেষ্টা ‘টি ডি বেটন’-এর নামানুসারে প্রতিবছর কলকাতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই কাপটি প্রথম জয়লাভ করে নাভাল ভলান্টিয়ার্স দল, যা বর্তমানে রেঞ্জার্স ক্লাব নামে পরিচিত। তারা টানা ন-বছর এই প্রতিযোগিতায় জয়লাভ করে।

হকিতে বাংলা ও বাঙালির অবদান

বাংলায় হকির প্রচার ও প্রসারে কুমারেশ সেনের নাম চিরস্মরণীয়। বাঙালি হকি খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য নাম কেশব দত্ত। এ ছাড়া বাংলার হকিতে আরও কয়েকজন উজ্জ্বল ব্যক্তিত্ব হলেন লেসলি ক্লডিয়াস, প্যাট জনসন, গুরবক্স সিং, ভেস পেজ, যোগীন্দর সিং প্রমুখ। এঁদের মধ্যে লেসলি ক্লডিয়াস ১৯৪৮-এ লন্ডনে, ১৯৫২-তে হেলসিঙ্কিতে এবং ১৯৫৬-য় মেলবোর্নে অনুষ্ঠিত অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় হকি দলের সদস্য ছিলেন। ১৯৭১ খ্রিস্টাব্দে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। হকির জাদুকর ধ্যানচাঁদ তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘গোল’-এ কলকাতার ময়দানে হকি খেলার কথা বারবার উল্লেখ করেছেন।

Leave a Comment