“আগুন। আগুন জ্বলছে আমাদের পেটে”-উদ্ধৃতাংশটির বক্তা কে? প্রসঙ্গ নির্দেশ করো। এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো।
বক্তা
প্রখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্য বিরচিত ‘আগুন’ নাটকের পঞ্চম দৃশ্যে জনৈক যুবক উপরোক্ত উক্তিটি করেছেন।
প্রসঙ্গ
হাপিত্যেশ হয়ে খাদ্যসংগ্রহের জন্য বুভুক্ষু, অনাহারী মানুষের দীর্ঘ প্রতীক্ষার লাইনে, হঠাৎ করেই ‘তুমুল হট্টগোলের সৃষ্টি হয়’। এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে জনৈক যুবকের দৃঢ় কণ্ঠে আহ্বান ‘আগুন! আগুন!’ সকলের দৃষ্টি আকর্ষণের পর জনৈক যুবকের কণ্ঠে উক্ত উক্তিটি উচ্চারিত হয়।
মন্তব্যের কারণ
‘আগুন’ নাটকটি মন্বন্তরের পটভূমিতে উত্তাল, অশান্ত, অগ্নিগর্ভ সময়কে ধারণ করে আছে। একদিকে খাদ্যসামগ্রীর অপ্রতুলতা অন্যদিকে মুনাফাবাজ মজুতদার, কালোবাজারিদের গগনচুম্বী লোভ, অমানবিক হৃদয়হীনতা অন্নাভাবকে আরও ভয়াবহ সংকটময় করে তুলেছিল। আর এই ক্রান্তিকালে ক্ষুধাতুর মানুষের কাছে-অন্নই ছিল ধ্যান-জ্ঞান-চিন্তার মণি।
এই আগুন আসলে ক্ষুধার অনল- নিরন্ন, বুভুক্ষু, অনাহারী মানুষের জঠরের জ্বালা, প্রবল খিদে। পৃথিবীর সব দমকল এলেও যে আগুনকে নেভানো যায় না। জীবনে বেঁচে থাকতে গেলে যেমন অক্সিজেন (০₂) প্রয়োজন, তেমনই জঠরের জ্বালাকে নিবৃত্ত করতে খাদ্যের (চালের) প্রয়োজন। আর এই খাদ্যের জন্য হাহাকার ‘আগুন’ নাটকের প্রতিটি অণু-পরমাণুতে মিশে আছে।
আরও পড়ুন – নদীতীরে বালকদের খেলার দৃশ্যটি বর্ণনা করো