আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস, রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে অজরামর হয়ে রইবেন তাঁর গানের জন্য”-রবীন্দ্রনাথের গান সম্পর্কে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর ব্যক্তিগত যে বিশ্বাস প্রবন্ধে প্রকাশ পেয়েছে, তা আলোচনা করো

মুজতবা আলীর ব্যক্তিগত বিশ্বাস

শিক্ষাবিদ, বহুভাষা বিশারদ ও প্রথিতযশা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী তাঁর গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি সংগীতের মহিমাকীর্তন বিষয়ে উপরোক্ত মন্তব্যটি করেছেন।

‘পঁচিশে বৈশাখ’ প্রবন্ধে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী তাঁর গুরুদেব রবীন্দ্রনাথ যে গানের জগতের বাইরে সাহিত্যের অপরাপর শাখায় সুরভিত শিল্পকুসুম প্রস্ফুটিত করেছেন, তার নমুনা প্রদর্শন করেছেন। উপন্যাস রচনায় রবীন্দ্রনাথের উত্তম সাহিত্যসত্তার পরিচয় পাওয়া গিয়েছে। ছোটোগল্প রচনায় রবীন্দ্রনাথ সর্বকালের সেরা ছোটোগল্পকারদের সঙ্গে একাসনে উপবেশন করেছেন। কবিতা রচনায় তাঁর শ্রেষ্ঠত্ব বিশ্ববন্দিত। এ ছাড়াও সাহিত্যতত্ত্ব, শব্দতত্ত্ব, ভ্রমণসাহিত্য, প্রবন্ধসাহিত্য প্রভৃতি ক্ষেত্রে তাঁর রচনা মৌলিকতা ও শ্রেষ্ঠত্বের শিরোপায় ভূষিত।

কিন্তু প্রাবন্ধিকের মতে, রবীন্দ্রনাথ তাঁর অমরত্বের শিরোপায় ভূষিত গানগুলির সৃজনের জন্য, সাহিত্যশিল্পস্রষ্টা হিসেবে অনন্যতা, বিশিষ্টতা ও সর্বজনীনতা লাভ করেছেন। সর্বোত্তম গীতিরসের আধার তাঁর সংগীত, জীবনদর্শনের অখণ্ডতাকে প্রকাশ করেছে এবং স্বর্গ ও মর্ত্যের মধ্যে প্রেম ও পূজার সেতুবন্ধ রচনা করেছে। অতিশয় উচ্চাঙ্গের রস, ধ্বনি ও ব্যঞ্জনা সৃষ্টির কারণে তাঁর সৃষ্ট গানের ভুবন নিতান্ত আপনার ভুবন হয়ে উঠেছে।

Leave a Comment