আলোচ্য অংশটি নাট্যকার বিজন ভট্টাচার্যের ‘আগুন’ নাটক থেকে নেওয়া হয়েছে।
‘আগুন’ নাটকের তৃতীয় দৃশ্যে কারখানার শ্রমিক সতীশ নামক চরিত্রটি তার প্রতিবেশী-সহকর্মী জুড়োনকে এ কথা বলেছে।
খাদ্যসংকটকালে বাংলার কৃষক শ্রমিক মধ্যবিত্ত শ্রেণির মানুষকে খাদ্য জোগাড় করতে এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সতীশ কারখানার শ্রমিক, দিন আনা দিন খাওয়া হতদরিদ্র শ্রেণির মানুষের প্রতিনিধি। সে কারখানায় হাড়ভাঙা পরিশ্রম করে সামান্য অর্থ উপার্জন করে এবং তা দিয়ে সংসার চালায়। কিন্তু মন্বন্তর, খাদ্যসংকটের বাজারে ওই সামান্য অর্থে সংসার চালানো এবং নিত্যপ্রয়োজীনয় দ্রব্য কেনা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। এ প্রসঙ্গে সতীশ আলোচ্য কথাটি জুড়োনকে বলেছে।