ইটালির নবজাগরণের ক্ষেত্রে ফ্লোরেন্সকে উৎসকেন্দ্র বা ভিত্তিভূমি বলা হয় কেন

ভূমিকা
ইউরোপীয় নবজাগরণের প্রাথমিক কেন্দ্র ছিল ইটালি। ইটালির বিভিন্ন নগররাষ্ট্র যেমন মিলান, ভেনিস, ফ্লোরেন্স, রোম ইত্যাদি নবজাগরণের কেন্দ্র হিসেবে বন্দিত হয়। আবার এদের মধ্যে সর্বাগ্রগণ্য স্থান হিসেবে ফ্লোরেন্সের নাম উচ্চারিত হয়। বস্তুত ফ্লোরেন্সের আর্থ-রাজনৈতিক, বৌদ্ধিক ও সামাজিক পরিবেশ এক গভীর উদারতাবাদ ও মানবতাবাদের উর্বর ক্ষেত্র তৈরি করেছিল। স্বভাবতই এই ফ্লোরেন্স নগরী নবজাগরণের প্রাণকেন্দ্র হিসেবে সহায়ক হয়েছিল।
(1) আর্থিক স্বচ্ছলতা: ক্রুসেডের সময় থেকে বাণিজ্যকেন্দ্র হিসেবে ফ্লোরেন্সের ব্যস্ততা দ্রুত বৃদ্ধি পায়। বাণিজ্যসূত্রে ফ্লোরেন্স বিপুল সম্পদের অধিকারী হয়ে ওঠে। এই আর্থিক স্বচ্ছলতা ফ্লোরেন্সকে শিল্প, সাহিত্যচর্চায় নতুন প্রেরণার সঞ্চার করে। ফ্লোরেন্সের ধনী মেদিচি পরিবার তাঁদের সম্পদের একটা বড়ো অংশ শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় ব্যয় করতে এগিয়ে আসেন। মেদিচি পরিবারের বহুমুখী সমর্থন ও সহায়তা ফ্লোরেন্সকে মানবতা ও উদারতার কেন্দ্র হিসেবে নবজাগরণের ক্ষেত্র গড়ে দেয়।
(2) রাজনৈতিক পরিস্থিতি: ফ্লোরেন্সের রাজনীতিতে প্রবল ছিল প্রজাতান্ত্রিক উদারতাবাদের বৈশিষ্ট্য। জার্মান আধিপত্য এবং মিলানের ডিউক-এর স্বৈরাচারিতার মাঝেও প্রজাতন্ত্রকে টিকিয়ে রাখার ঐতিহ্য ফ্লোরেন্সকে নবজাগরণের উৎসকেন্দ্রে পরিণত হতে সাহায্য করে। এই ঐতিহ্য ফ্লোরেন্সে নাগরিক মানবতাবাদ (Civil Humanism)-এর সূচনা করে, যাকে নবজাগরণের মর্মবাণী বলে গণ্য করা হয়।
(3) সমন্বয়ী সংস্কৃতি: বাণিজ্যসূত্রে বিশ্বের নানা দেশে ফ্লোরেন্সের বণিকদের যাতায়াত ছিল। এর ফলে অন্যান্য অঞ্চল ও মানবগোষ্ঠীর সমাজ, সংস্কৃতি, ধর্মভাবনার সঙ্গে ফ্লোরেন্সীয়দের পরিচয় ঘটে। অন্যান্য দেশের প্রাচীন পুথি, পান্ডুলিপি ইত্যাদি পাঠ করা সম্ভব হয়। এইভাবে সংস্কৃতির মিশ্রণ তাদের মনে উদারতা ও মানবতাবাদের প্রেরণা সঞ্চারিত করে। ফ্লোরেন্সের মানবশীলতার উদারীকরণ ও সমন্বয়বাদী আদর্শ নবজাগরণের অনুকূল পরিবেশ গড়ে দেয়
(4) মুক্ত সমাজব্যবস্থা : ফ্লোরেন্সের অন্যতম বৈশিষ্ট্য ছিল মুক্ত সমাজব্যবস্থা। ফ্লোরেন্সের জনগণ বৈঠকখানা, পানশালা, শিল্পী-সাহিত্যিকের গৃহ ইত্যাদি স্থানে মিলিত হয়ে পারস্পরিক ভাব-বিনিময় করতে পারতেন। বিভিন্ন মত-পথ ও ভাবধারা আলোচনা বা তর্ক-বিতর্কের মধ্য দিয়ে তাঁরা মহত্তর সিদ্ধান্তে উপনীত হতে পারতেন। এইভাবে মুক্ত সমাজজীবন উদারতাবাদী আদর্শের যোগ্য ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছিল।
মূল্যায়ন
এইভাবে নানা কারণে ফ্লোরেন্স নবজাগরণের উৎসকেন্দ্রে পরিণত হয়েছিল।
আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর