ইতিহাসপাঠ MCQ | XI History 1st Chapter | 1st Semester WBCHSE

1. Historia শব্দের অর্থ হল-
(ক) সত্যকে বের করার জন্য অনুসন্ধান করা
(খ) মানবসভ্যতার বিবর্তনের কাহিনি
(গ) জ্ঞান অন্বেষণ করা
(ঘ) অতীতের গল্পকথা।
2. ইতিহাসের জনক’ বলা হয়-
(ক) সক্রেটিসকে
(খ) হেরোডোটাসকে
(গ) প্লেটোকে
(ঘ) জাস্টিনকে।
3. প্রাক্-ইতিহাস’ শব্দটির অর্থ কী?
(ক) প্রায়-ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল
(খ) যেসময় মানুষ লিখনপদ্ধতি জানত না
(গ) যেসময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না
(ঘ) যেসময় মানুষ লিখন পদ্ধতি জানত।
4. ১৮৩৩ খ্রিস্টাব্দে ফরাসি ভাষায় ‘প্রাক্-ইতিহাস’ শব্দটি প্রথম ব্যবহার করেন-
(ক) পল তুর্নাল
(গ) রবার্ট ব্রুস ফুট
(খ) এম সি বার্কিট
(ঘ) লর্ড অ্যাকটন।
5. মধ্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল-
(ক) আগুন আবিষ্কার
(খ) লোহা আবিষ্কার
(গ) তামা আবিষ্কার
(ঘ) কৃষি পদ্ধতির আবিষ্কার।
6. প্রাচীন ভারতে সর্বপ্রথম কোন্ শস্যের চাষ হয়?
(ক) ধান
(খ) গম
(গ) যব
(ঘ) তুলো।
7. নব্য প্রস্তর যুগের বিপ্লব’ কথাটি প্রথম উদ্ভাবন করেন-
(ক) বিউরি
(খ) গর্ডন চাইল্ড
(গ) উইলিয়ম জোনস
(ঘ) ড্যানিয়েল উইলসন।
8. প্যালিওগ্রাফি (Palaeography) বলা হয়-
(ক) প্রাচীন লিপির বিষয়বস্তু অধ্যয়নকে
(খ) ভাষা সংক্রান্ত বিষয় অধ্যয়নকে
(গ) মুদ্রা সংক্রান্ত বিষয় অধ্যয়নকে
(ঘ) জীবাশ্ম সংক্রান্ত বিষয় অধ্যয়নকে।
9. কোন্ তিনটি বেদকে একত্রে ‘ত্রয়ী’ বলা হয়?
(ক) ঋক, সাম ও যজুর্বেদকে
(খ) সাম, যজুঃ ও অথর্ববেদকে
(গ) ঋক, যজুঃ ও অথর্ববেদকে
(ঘ) ঋক, সাম ও অথর্ববেদকে।
10. ভারতে পুরাণের সংখ্যা হল –
(ক) ১৫টি
(খ) ১৬টি
(গ) ১৮টি
(ঘ) ২২টি।
11. সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ ব্যাকরণ হল –
(ক) পাণিনির অষ্টাধ্যায়ী
(খ) কৌটিল্যের অর্থশাস্ত্র
(গ) কলহনের রাজতরঙ্গিণী
(ঘ) বাণভট্টের হর্ষচরিত।
12. ত্রিপিটক হল
(ক) বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ
(খ) জৈনদের প্রধান ধর্মগ্রন্থ
(গ) পারসিকদের প্রধান ধর্মগ্রন্থ
(ঘ) হিন্দদের প্রধান ধর্মগ্রন্থ।
13. ইন্ডিকার রচয়িতা ছিলেন –
(ক) মেগাস্থিনিস
(গ) চন্দ্রগুপ্ত মৌর্য
(খ) কৌটিল্য
(ঘ) সেলুকাস।
14. কিতাব-উল-রিহলা (Kitab-ul-Rehla) রচনা করেন
(ক) অল বিরুনি
(খ) ইৎ-সিং
(গ) ইবন বতুতা
(ঘ) ফা সিয়েন।
15. মার্কসীয় ইতিহাসচর্চার ঐতিহাসিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন –
(ক) জন স্টুয়ার্ট মিল ও অগাস্ট কোঁত
(খ) ক্রিস্টোফার হিল ও ইরফান হাবিব
(গ) ফ্রান্সিস রবিনসন ও অনিল শীল
(ঘ) হার্বাট স্পেনসার ও জ্ঞানেন্দ্র পান্ডে।
16. ইন্দো-পারসিক ঐতিহ্য ‘সিরা’ (Sirah) বলতে বোঝায়-
(ক) রাজনীতি বিষয়ক গ্রন্থ
(খ) আইন বিষয়ক গ্রন্থ
(গ) জীবনীমূলক গ্রন্থ
(ঘ) কূটনীতি বিষয়ক গ্রন্থ।
17. হিন্দুস্থানের তোতাপাখি বলা হয়-
(ক) জিয়াউদ্দিন বরনিকে
(খ) আমির খসরুকে
(গ) আবুল ফজলকে
(ঘ) ইসামিকে।
18. আকবরনামা’ গ্রন্থটি রচনা করেন-
(ক) ইসামি
(গ) অল বিরুনি
(খ) আকবর
(ঘ) আবুল ফজল।
19. তারিখ-ই-ফিরোজশাহী এই একই নামের দুটি গ্রন্থ যে দুজন ব্যক্তি রচনা করেছিলেন, তারা হলেন-
(ক) আমির খসরু ও আবুল ফজল
(খ) নিজামউদ্দিন আহমদ ও ইসামি
(গ) ফিরোজ শাহ তুঘলক ও কে এ নিজামি
(ঘ) জিয়াউদ্দিন বরনি ও সামস-ই-সিরাজ আফিফ।
20. জিশুখ্রিস্টের আবির্ভাবের উপর ভিত্তি করে পৃথিবীর কালানুক্রমকে ভাগ করা হয়-
(ক) তিন ভাগে
(খ) দুই ভাগে
(গ) পাঁচ ভাগে
(ঘ) ছয় ভাগে।
21. চক্রাকার যুগকে বলা হয় –
(ক) সুখজনক চক্র
(খ) ডিম্বাকার চক্র
(গ) দুঃখজনক চক্র
(ঘ) বৃত্তাকার চক্র।
22. শকাব্দ (৭৮ খ্রিস্টাব্দ) সূচনা করেন
(ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(খ) প্রথম চন্দ্রগুপ্ত
(গ) কনিষ্ক
(ঘ) হর্ষবর্ধন।
23. ‘প্রবহমান কাল’ বলতে কী বোঝায়?
(ক) ঘাতপ্রতিঘাত ও ক্রিয়া-প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ইতিহাসের বয়ে যাওয়া কালকে বোঝায়
(খ) ইতিহাসের একমাত্রিক ধারণাকালকে বোঝায়
(গ) ইতিহাসের চক্রাকার ধারণাকালকে বোঝায়
(ঘ) ইতিহাসে সময়ের সঙ্গে ঘটনা বৃত্তাকারে বয়ে চলাকে বোঝায়।
24. ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে কী কী ভাগে ভাগ করেছেন?
(ক) আদি-মধ্য, মধ্য ও উত্তর-আধুনিক
(খ) মধ্য, আধুনিক ও উত্তর-আধুনিক
(গ) হিন্দু, মুসলিম ও ব্রিটিশ
(ঘ) প্রাচীন, মধ্য ও আধুনিক।
25. ভারত ইতিহাসে ৬০০-১৩০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল পরিচিত
(ক) মধ্যযুগ নামে
(খ) পরবর্তী মধ্যযুগ নামে
(গ) আদি-মধ্যযুগ নামে
(ঘ) উত্তর-আধুনিক যুগ নামে।
আরও পড়ুন – দর্শন শব্দের অর্থ MCQ