![]() |
উত্তর ভারতের নদীগুলির বৈশিষ্ট্য লেখো। |
উত্তর ভারতের নদীগুলির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হল–
উৎসস্থল : উত্তর ভারতের নদীগুলি উত্তরের হিমালয় পর্বত, তিব্বত মালভূমি ও উত্তর-পূর্বের পাহাড়ি অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে।
উৎসস্থল : উত্তর ভারতের নদীগুলি উত্তরের হিমালয় পর্বত, তিব্বত মালভূমি ও উত্তর-পূর্বের পাহাড়ি অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে।
নিত্যবহ ও নৌপরিবহণযোগ্য: নদীগুলি বরফগলা জলে পুষ্ট হওয়ায় নিত্যবহ। ফলে সারাবছর ধরে নৌপরিবহণ করা সম্ভব হয়।
গতিপথের দৈর্ঘ্য ও প্রকৃতি: উত্তর ভারতের নদীগুলির দৈর্ঘ্য অনেক বেশি এবং এই নদীগুলির গতিপথে উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি সুস্পষ্টভাবে দেখা যায়। এজন্য উত্তর ভারতের নদীগুলিকে আদর্শ নদী বলে।
গতিপথের দৈর্ঘ্য ও প্রকৃতি: উত্তর ভারতের নদীগুলির দৈর্ঘ্য অনেক বেশি এবং এই নদীগুলির গতিপথে উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি সুস্পষ্টভাবে দেখা যায়। এজন্য উত্তর ভারতের নদীগুলিকে আদর্শ নদী বলে।
নাব্যতা ও জলপ্রপাতের উপস্থিতি : উত্তর ভারতের নদীগুলির বেশিরভাগ অংশ সমতলভূমির ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীখাত চওড়া ও অগভীর হয় এবং এদের গতিপথে জলপ্রপাত দেখা যায় না। এই কারণে নদীগুলির মধ্য ও নিম্নগতি নৌপরিবহণে উপযুক্ত।
জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ : এই নদীগুলির উচ্চপ্রবাহ ছাড়া মধ্য ও নিম্নগতিতে স্রোতের বেগ কম হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদনের জন্য অনুপযুক্ত।
গিরিখাত ও বদ্বীপ সৃষ্টি: উত্তর ভারতের নদীগুলি পার্বত্য প্রবাহে গিরিখাত এবং নিম্নগতিতে নদীর মোহানায় সুবৃহৎ বদ্বীপ সৃষ্টি করে।
বন্যাপ্রবণ নদী: উত্তর ভারতের অধিকাংশ নদীতে বর্ষাকালে বন্যা দেখা যায়।
জলসেচের সুবিধা : নদীগুলিতে সারাবছর জল থাকে অর্থাৎ এই নদীগুলি নিত্যবহ হওয়ায় নদীগুলি থেকে সারাবছর জলসেচের সুবিধা পাওয়া যায়।