উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না-কার উৎসাহের কথা বলা হয়েছে? তার এই উৎসাহের কারণ ব্যাখ্যা করো

উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না-কার উৎসাহের কথা বলা হয়েছে? তার এই উৎসাহের কারণ ব্যাখ্যা করো

উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না-কার উৎসাহের কথা বলা হয়েছে? তার এই উৎসাহের কারণ ব্যাখ্যা করো
উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না-কার উৎসাহের কথা বলা হয়েছে? তার এই উৎসাহের কারণ ব্যাখ্যা করো

উৎসাহিত ব্যক্তি

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ছুটি’ ছোটোগল্পে উল্লেখিত অতি অল্প বয়সে পিতৃহারা গ্রাম্য বালক ফটিকের উৎসাহের কথা বলা হয়েছে।

উৎসাহের কারণ

প্রকৃতির সন্তান ফটিক সারাদিন নদীর ধারে, খোলা মাঠে অকর্মণ্যভাবে ঘুরে বেড়ায়। আবার কখনো-কখনো সহোদর ভাই মাখনলালের সঙ্গে কলহ-সংঘাতে লিপ্ত হয়ে মাকে অতিষ্ঠ করে তোলে। এমন সময়ে একদিন ফটিকদের বাড়িতে আসেন কলকাতায় বসবাসকারী তাঁদের মামা। তিনি বহুদিন পশ্চিমে কাজ করতেন। ফটিকের মামা বিশ্বম্ভরবাবু বহুকাল পরে দেশে ফিরে তাঁর ভগিনীকে দেখতে আসেন। কিছুদিন খুব আনন্দে দিন কাটতে থাকে। অবশেষে কলকাতায় ফিরে যাওয়ার পূর্বে বিশ্বম্ভরবাবু তাঁর বোনের কাছে ছেলেদের পড়াশোনা ও মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিষয়ে অবগত হন। শুধু তাই নয়, ফটিকের মা আরও জানালেন- “ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে।”

সমস্ত বিবরণ শোনার পর বিশ্বম্ভরবাবু ফটিককে কলকাতায় নিজের বাড়িতে রেখে শিক্ষা দেওয়ার প্রস্তাব দেন। ফটিকের বিধবা মা সহজেই এই প্রস্তাবে রাজি হয়ে ফটিককে জিজ্ঞাসা করেন, “কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি?” মামার সঙ্গে কলকাতায় যাওয়ার প্রস্তাবে ফটিক সঙ্গে সঙ্গে রাজি হয়ে বলে ওঠে- “যাব।” নতুন স্থান, নতুন পরিবেশ, সর্বোপরি মামাবাড়িতে যাওয়ার আনন্দে ফটিকের উৎসাহ আর ধরে না। “কবে যাবে”, “কখন যাবে” করে সে তার মামাকে অস্থির করে তোলে।

আরও পড়ুন – দর্শন শব্দের অর্থ MCQ

Leave a Comment