“এই সব টিকিট আছে তো? নইলে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছি”-বক্তা কে? কাদের উদ্দেশ্যে এ উক্তি? প্রসঙ্গ কী? বক্তার এমন উক্তির কারণ কী?
বক্তা
প্রথিতযশা নট-নাট্যকার বিজন ভট্টাচার্যের অনবদ্য সৃষ্টি ‘আগুন’ নাটকে উক্ত উক্তিটির বক্তা হলেন-সিভিক গার্ড।
উদ্দিষ্ট ব্যক্তি
আকালের সময়ে রেশন ব্যবস্থায় চাল সংগ্রহের জন্য দীর্ঘ অপেক্ষার লাইনে সাধারণ মানুষকে দাঁড়াতে হত। সেই বুভুক্ষু, অনাহারী লাইনে দাঁড়ানো মানুষের উদ্দেশ্যে এই উক্তি।
প্রসঙ্গ
রেশন দোকান খোলার পর। দোকানির সাহায্যকারী সিভিক গার্ড নিযুক্ত ছিল- সাধারণ মানুষের লাইনকে সংযত ও শৃঙ্খলিত রাখার জন্য এবং খাদ্য সংগ্রহের লাইনে দাঁড়ানো মানুষের উদ্দেশ্যে বিশেষ বিশেষ সময় বিশেষ বিশেষ বার্তা দেওয়ার জন্য। সেই প্রসঙ্গে উক্ত উক্তির অবতারণা করা হয়েছে।
উক্তিটির কারণ
‘আগুন’ নাটকের পঞ্চম দৃশ্যে আমরা দেখতে পাই-পঞ্চাশের মন্বন্তরের পরিপ্রেক্ষিতে রেশন ব্যবস্থায় মানুষের খাদ্যসামগ্রী বিলি করা হত। সেজন্য টিকিট বিতরণের মাধ্যমে খাদ্যের বণ্টন করা হত। যাদের কাছে ওই টিকিট থাকত তারাই খাদ্যসামগ্রী পেত। অবশ্যই টাকার বিনিময়ে ওই টিকিট পেতে হত। আর যাদের কাছে টিকিট থাকত না তারা খাদ্যসামগ্রী থেকে বঞ্চিত হত। অবশ্য লাইনে দাঁড়ালেই যে খাদ্যসামগ্রী পাওয়া যেত এমন কোনো নিশ্চয়তা ছিল না। তাই লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের উদ্দেশ্যে সিভিক গার্ডের পাঠানো বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন – নদীতীরে বালকদের খেলার দৃশ্যটি বর্ণনা করো