কনফুসিয়াস কে ছিলেন

কনফুসিয়াস কে ছিলেন

অথবা, টীকা লেখো: কনফুসিয়াস

কনফুসিয়াস কে ছিলেন
কনফুসিয়াস কে ছিলেন

কনফুসিয়াস

প্রাচীন চিনের বিশিষ্ট দার্শনিক ছিলেন কনফুসিয়াস (Confucius, ৫৫১-৪৭৯ খ্রিস্টপূর্বাব্দ)। সুপ্রাচীন চিনদেশের ইতিহাস এই মনীষীর মতাদর্শের দ্বারাই সবচেয়ে বেশি সময়ব্যাপী প্রভাবিত হয়েছিল।

(1) জন্ম: চিনের শান্টুং প্রদেশে লু নামক সামন্ত রাজ্যে ৫৫১ খ্রিস্টপূর্বাব্দে কনফুসিয়াসের জন্ম হয়। তখন চিনে চলছিল চৌ বংশের শাসন। গ্রিক দার্শনিক সক্রেটিস এবং অ্যারিস্টটলের কিছু পূর্বে তিনি জন্মগ্রহণ করেন। কনফুসিয়াস ছিলেন পিথাগোরাস (Pythagoras), এসকাইলাস (Aeschylus) এবং গৌতম বুদ্ধের সমসাময়িক।

(2) প্রথম জীবন: জানা যায়, কনফুসিয়াসের শৈশব কেটেছে অপরিসীম দারিদ্র্যের মধ্যে দিয়ে। খুব অল্প বয়সেই তিনি বেড়িয়ে পড়েছিলেন জীবিকার সন্ধানে। প্রথম জীবনে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকলেও পড়াশোনার চর্চা ছেড়ে দেননি কখনোই। তিনি নিজগৃহে শিক্ষায়তন প্রতিষ্ঠাও করেছিলেন।

(3) রাজদরবারে স্থানলাভ: উচ্চপদস্থ রাজকর্মচারী পদে কাজ করার উদগ্র বাসনা ছিল কনফুসিয়াসের। তাঁর পাণ্ডিত্য ও জ্ঞানের কথা জানতে পেরে লু প্রদেশের শাসক নিজ সভায় তাঁকে আমন্ত্রণ করেন এবং হিসাবরক্ষকের কাজে নিযুক্ত করেন। পরবর্তীতে কনফুসিয়াস নিজ যোগ্যতায় আরও উচ্চতর পদ লাভ করেছিলেন।

(4) আইন প্রশাসক পদে নিয়োগ: কনফুসিয়াস ৫২ বছর বয়সে লু প্রদেশের আইনরক্ষকের পদাভিষিক্ত হন। তিনি মনে করতেন, মানুষের নৈতিক চরিত্রের উন্নতিসাধন না হলে শুধু আইন দিয়ে কখনও তাকে সংযত রাখা যায় না। তিনি আইন প্রণয়নকারী কর্মকর্তা ও কর্মচারীদের মনে নীতিবোধ জাগ্রত করতে প্রয়াসী হয়েছিলেন। কনফুসিয়াসের কর্মদক্ষতার পুরস্কার হিসেবে কিছু বছরের মধ্যেই তাঁকে প্রধানমন্ত্রীর দায়িত্বভার অর্পণ করা হয়েছিল।

(5) মৃত্যু: ৭২ বছর বয়সে বিশিষ্ট এই চিনা দার্শনিক পরলোকগমন করেন। কুফু শহরের কাং লি-তে তাঁকে সমাধিস্থ করা হয়।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment