কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার উদ্ভব কীভাবে ঘটেছে সংক্ষেপে ব্যাখ্যা করো।
প্রাচীনকাল থেকে আধুনিককাল পর্যন্ত কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বিবর্তন ও উদ্ভব সম্পর্কে আলোচিত হল-
- রাজতন্ত্র ও সাম্রাজ্যবাদ: রাজতন্ত্র এবং সাম্রাজ্যবাদী ধারণার সাবেকি ও মধ্যযুগে রাজতান্ত্রিক ব্যবস্থায় যাবতীয় ক্ষমতা এককভাবে শাসকের হাতে কেন্দ্রীভূত ছিল। উদাহরণস্বরূপ রোমান সাম্রাজ্য, চিনা রাজতন্ত্র ও মধ্যযুগীয় ইউরোপের রাজতন্ত্রের কথা উল্লেখ করা যায়।
- বিশ্বযুদ্ধের সংকটের প্রতিক্রিয়া হিসেবে কর্তৃত্ববাদের উদ্ভব: যুদ্ধ, শিল্পায়ন, বিপ্লব এবং ঔপনিবেশিকতার অবসানের পর বহু দেশ সাংবিধানিক গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করে। বিভিন্ন দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তীব্র হয়ে ওঠে। এমতাবস্থায় সম্মোহনী নেতৃত্বের উত্থান হলে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়। বিশেষত হিটলারের অধীনে নাৎসি জার্মানি এবং মুসোলিনির অধীনে ফ্যাসিবাদী ইতালি-র উত্থানের কথা উল্লেখ করা যায়।