কর্তৃত্ববাদের তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো।
কর্তৃত্ববাদের ভিত্তি: কর্তৃত্ববাদের তাত্ত্বিক ভিত্তি বা উৎস হিসেবে যে মতবাদের কথা বলা যায়, তা হল অষ্টাদশ শতাব্দীর ভাববাদ। ভাববাদী রাষ্ট্র দর্শনের তত্ত্বগত পরিমণ্ডল কর্তৃত্ববাদের উদ্ভবের জন্য উপযুক্ত। কারণ ভাববাদ রাষ্ট্রীয় কর্তৃত্ব সম্পর্কিত চরমবাদ-এর অবতারণা করে। এই তত্ত্ব অনুযায়ী, রাষ্ট্রের স্থান ব্যক্তির উর্ধ্বে। রাষ্ট্রকে বাদ দিয়ে ব্যক্তি তার অস্তিত্বকে কল্পনা করতে পারে না। ভাববাদের প্রধান প্রবক্তা হেগেল-এর মতে, রাষ্ট্র হল একটি সর্বদোষমুক্ত শক্তি। ফলে নাগরিকরা রাষ্ট্রীয় আদেশ মেনে চলবে। রাষ্ট্রীয় আদেশ হল রাষ্ট্রীয় কর্তৃপক্ষের আদেশ।