কে ‘নাবিক হেনরি’ নামে পরিচিত ছিলেন? সামুদ্রিক অভিযানে তাঁর অবদান লেখো

ভূমিকা
পঞ্চদশ শতক থেকে ইউরোপে যে ভৌগোলিক অভিযানের সূচনা হয়েছিল, তাতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল পোর্তুগাল, স্পেন, হল্যান্ড, ইংল্যান্ড প্রভৃতি দেশগুলি। এই ভৌগোলিক আবিষ্কারের যুগের কান্ডারিদের মধ্যে অন্যতম নাম নাবিক হেনরি বা হেনরি দ্য নেভিগেটর।
(1) মূল পরিচয়: ইনফ্যান্টে হেনরিক ছিলেন পোর্তুগালের রাজা প্রথম জনের পুত্র-যুবরাজ হেনরি। তিনি ছিলেন একজন অত্যন্ত দক্ষ নাবিক। সমুদ্র অভিযানে তাঁর উৎসাহ ও সফলতার কারণে তাঁকে নাবিক হেনরি আখ্যা দেওয়া হয়।
(2) প্রথম অভিযান: যুবরাজ হেনরির নেতৃত্বে প্রথম অভিযান প্রেরিত হয় আফ্রিকার উপকূল বরাবর। এই পর্বে পোর্টো স্যান্টো, মাদেইয়া, অ্যাজোর্স প্রভৃতি দ্বীপ আবিষ্কৃত হয়।
(3) আফ্রিকার পশ্চিম উপকূলে অভিযান: ১৪২৪ খ্রিস্টাব্দে নাবিক হেনরির নেতৃত্বে আফ্রিকার পশ্চিম উপকূলে বোজাদোর অন্তরীপ আবিষ্কৃত হয়। ১৪৪১ খ্রিস্টাব্দে ব্ল্যাঙ্কো অন্তরীপ, ১৪৪৩ খ্রিস্টাব্দে আরগুঁই উপসাগর আবিষ্কৃত হয়।
(4) অন্যান্য অবদান : নাবিক হেনরি সমুদ্রপথের মানচিত্র তৈরি করেন। তিনি সাগ্রেস নামে একটি নৌবিদ্যালয় স্থাপন করেন। যদিও এ নিয়ে বিতর্ক বর্তমান।
মূল্যায়ন
দুঃসাহসী সামুদ্রিক অভিযানগুলির অন্যতম পথপ্রদর্শক ছিলেন নাবিক হেনরি।
আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর