ক্রুসেডের সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব বা ফলাফল উল্লেখ করো

ক্রুসেডের সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব বা ফলাফল উল্লেখ করো

ক্রুসেডের সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব বা ফলাফল উল্লেখ করো
ক্রুসেডের সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব বা ফলাফল উল্লেখ করো

ভূমিকা

মধ্যযুগে ইউরোপের অর্থনীতি, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির ওপর ক্রুসেড বা ধর্মযুদ্ধের প্রভাব ছিল ব্যাপক ও সুদূরপ্রসারী। ধর্মযুদ্ধ ইউরোপের সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে নানা যুগান্তকারী পরিবর্তন সাধন করে।

সামাজিক ক্ষেত্রে প্রভাব

ইউরোপের সমাজজীবনে ক্রুসেডের প্রভাব ছিল সুদূরপ্রসারী। যেমন-

(1) সার্ফ বা ভূমিদাসদের মুক্তি: ক্রুসেডে সামন্তপ্রভু বা ভূস্বামীদের অনেকের মৃত্যু হয়েছিল, আবার অনেকে নিঃস্ব হয়ে দেশে ফিরেছিলেন। সামন্তপ্রভুদের অনুপস্থিতি ও দুর্বলতার সুযোগে সার্ফ বা ভূমিদাসরা প্রভুর জমি ছেড়ে শহর বা অন্যত্র পালিয়ে অনেকেই দাসত্ব থেকে মুক্তিলাভ করে। তা ছাড়া ধর্মযুদ্ধে অংশগ্রহণের সূত্রেও বহু সার্ফ বা ভূমিদাস দাসত্ব থেকে মুক্তিলাভ করেছিল।

(2) বণিক ও শ্রমিক শ্রেণির উত্থান: পশ্চিম ইউরোপে ব্যাবসাবাণিজ্যের অগ্রগতির ফলে নতুন বণিক শ্রেণির উত্থান ঘটে। এ ছাড়াও বহু সাধারণ মানুষ ও ভূমিদাসরা গ্রাম ছেড়ে শহরে এসে জীবিকানির্বাহের জন্য নানা শিল্পপ্রতিষ্ঠানে যোগ দেয়। ফলে সমাজে শ্রমিক শ্রেণির উত্থান ঘটে।

(3) নারীর গুরুত্ব ও মর্যাদা বৃদ্ধি: সামন্তপ্রভু বা ভূস্বামীরা ধর্মযুদ্ধে শামিল হওয়ায় তাঁদের পত্নীদের পরিবার সামলানোর পাশাপাশি ভূসম্পত্তি বা জমিদারি পরিচালনার দায়িত্বভারও গ্রহণ করতে হয়। এইভাবে ক্রুসেড চলাকালীন সময়ে পরিবার ও সমাজে নারীদের গুরুত্ব ও মর্যাদা বৃদ্ধি পায়।

সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাব

ক্রুসেড ইউরোপের সাংস্কৃতিক জীবনকেও গভীরভাবে প্রভাবিত করেছিল।

(1) জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতি: ক্রুসেডে অংশগ্রহণের সূত্রে খ্রিস্টানরা ইসলামীয় সভ্যতার উন্নত জ্ঞান-বিজ্ঞানের সঙ্গে পরিচিত হয়। ইউরোপে প্রাচ্যের উন্নত সাহিত্য, দর্শন, চিকিৎসা ও কারিগরি বিদ্যা ইত্যাদির ব্যাপক চর্চা শুরু হয়। ফলে ইউরোপে জ্ঞান-বিজ্ঞান চর্চার ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি ঘটে।

(2) ভৌগোলিক জ্ঞানের প্রসার: দীর্ঘকাল ধরে নানা স্থল ও সামুদ্রিক অভিযানের মধ্য দিয়ে ক্রুসেডগুলি পরিচালিত হয়েছিল। এইসকল অভিযানগুলি ইউরোপীয়দের ভৌগোলিক জ্ঞানের প্রসার ঘটিয়েছিল।

মূল্যায়ন

সবশেষে বলা যায় যে, ক্রুসেডের ফলে ইউরোপের সামাজিক ক্ষেত্রে যেমন নানা পরিবর্তন ঘটেছিল, তেমনি ইসলামের জ্ঞান-বিজ্ঞানের সংস্পর্শে ইউরোপের জীবনযাত্রায় আধুনিকতার সূত্রপাত হয়। তাই ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি বলেছেন-“ক্রুসেডের ফলেই আধুনিক ইউরোপের সূত্রপাত ঘটে।”

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment