ক্রুসেড’ বা ধর্মযুদ্ধ বলতে কী বোঝ

ক্রুসেড’ বা ধর্মযুদ্ধ বলতে কী বোঝ

ক্রুসেড' বা ধর্মযুদ্ধ বলতে কী বোঝ
ক্রুসেড’ বা ধর্মযুদ্ধ বলতে কী বোঝ

ভূমিকা

খ্রিস্টীয় একাদশ থেকে ত্রয়োদশ শতক ব্যাপী খ্রিস্টান ও ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ বা যুদ্ধ হয়েছিল, তা ‘ক্রুসেড’ বা ধর্মযুদ্ধ নামে পরিচিত। ঐতিহাসিক পি হিট্টি বলেছেন, “ক্রুসেড ছিল মুসলিম প্রাচ্যের বিরুদ্ধে খ্রিস্টান প্রতীচ্যের তীব্র প্রতিক্রিয়া ও ঘৃণার বহিঃপ্রকাশ।” প্রায় দুশো বছর (১০৯৬-১২৯১ খ্রিস্টাব্দ) ধরে মোট আটটি ক্রুসেড হয়েছিল।

(1)  ‘ক্রুসেড’ নামকরণ: রোমান ক্যাথোলিক চার্চের প্রধান মহামান্য পোপের উদ্যোগে এই ধর্মযুদ্ধ সংগঠিত হয়েছিল। এই ধর্মযোদ্ধারা বুকে ব্রুস চিহ্ন এঁকে যুদ্ধে অংশ নিতেন। এই ‘ক্রস’ ছিল খ্রিস্টান যোদ্ধাদের পতাকা। খ্রিস্টানদের কাছে ক্রস ছিল পরম পবিত্রতার প্রতীক। ক্রস চিহ্নবাহী এই যোদ্ধাদের সংগ্রাম তাই ক্রুসেড নামে অভিহিত হয়।

(2) ক্রুসেডের প্রেক্ষাপট: খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্টের জন্মস্থান ও লালনভূমি ছিল প্যালেস্টাইনের অন্তর্ভুক্ত জেরুজালেম। তাই প্রতিটি খ্রিস্টানের কাছে জেরুজালেম পবিত্রভূমি হিসেবে গণ্য হত। যিশুখ্রিস্টের জন্মদিনে প্রতিবছর অসংখ্য খ্রিস্টভক্ত জেরুজালেম পরিদর্শনে যেতেন। এটি ছিল তাঁদের কাছে পরম পবিত্র তীর্থস্থান। সপ্তম শতকে ইসলাম ধর্মের উদ্ভব ও প্রসার ইউরোপে জটিলতা তৈরি করে। মুসলমানরা অতি দ্রুত তাঁদের ধর্ম ও প্রতিপত্তি বিস্তার করতে সক্ষম হন। ইসলামের সম্প্রসারণ কর্মসূচির অঙ্গ হিসেবে আমির ইবনে আল্ আখ জেরুজালেম দখল করে মুসলিম শাসন কায়েম করেন।

(3)  খ্রিস্টানদের প্রতিক্রিয়া: খ্রিস্টান পবিত্রভূমি মুসলমান কর্তৃক দখল হলে খ্রিস্টানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। উল্লেখ্য যে, জেরুজালেম মুসলমানদের কাছেও পবিত্রভূমি স্বরূপ ছিল। কারণ পয়গম্বর হজরত মহম্মদ জেরুজালেমে মিরাজ যাত্রা করেছিলেন। তবে মুসলমানরা খ্রিস্টানদের বাৎসরিক ধর্মযাত্রায় বাঁধা দেননি। আবার মুসলমানরা তাঁদের ধর্মসহিষ্ণু আচরণ দ্বারা খ্রিস্টানদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কিন্তু একাদশ শতকে সেলজুক তুর্কিরা জেরুজালেম দখল করলে জটিলতা সৃষ্টি হয়। এই বিধর্মী ও গোঁড়া সেলজুক তুর্কিরা খ্রিস্টানদের পবিত্রভূমি পরিদর্শনে নানাভাবে বাধা সৃষ্টি করে। খ্রিস্টান তীর্থযাত্রীদের কাছে অতিরিক্ত অর্থ আদায়, তীর্থভ্রমণে বাধাদান ইত্যাদি নানাভাবে খ্রিস্টানদের হেনস্থা করা চলতে থাকে।

(4)  ধর্মযুদ্ধের ডাক: পবিত্রভূমি পুনরুদ্ধারের জন্য খ্রিস্টান ধর্মগুরু পোপ ক্রুসেড সংগঠনের সিদ্ধান্ত নেন। পোপ খ্রিস্টানদের ইসলাম বিরোধী সংগ্রামে লিপ্ত হওয়ার আহ্বান জানান। পোপের ডাকে সাড়া দেন রোমান সম্রাট, রাজন্যবর্গ সহ বহু সাধারণ মানুষ।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment