গণভোট কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও

গণভোট কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও।

গণভোট সাধারণত দুরকমের হতে পারে। যথা- বাধ্যতামূলক এবং ঐচ্ছিক।

বাধ্যতামূলক: যেক্ষেত্রে আইনসভার পাস করা সমস্ত আইনের খসড়া বিলকে জনসাধারণের সম্মতির জন্য পাঠানো হয়, তাকে বাধ্যতামূলক গণভোট আখ্যা দেওয়া হয়।

ঐচ্ছিক: যেক্ষেত্রে নির্দিষ্ট সংখ্য ভোটারদের আবেদনে আইনসভার কোনো খসড়া বিলকে জনগণের সম্মতির জন্য গণভোটে উপস্থাপন করা হয় তাকে ঐচ্ছিক গণভোট বলে।

Leave a Comment