![]() |
চার্বাক মতে পুরুষার্থ কী? বেদ সম্পর্কে চার্বাক অভিমত কী? |
চার্বাক মতে পুরুষার্থ
চার্বাক মতে, ইন্দ্রিয়সম্ভোগ তথা কামই হল মুখ্য পুরুষার্থ। অর্থ কামভোগে সহযোগীরূপে বিবেচ্য বলে অর্থকে গৌণ পুরুষার্থরূপ গণ্য করা হয়েছে। চার্বাকবাদীরা ধর্ম ও মোক্ষকে পুরুষার্থরূপে মানেন না।
বেদ সম্পর্কে চার্বাক অভিমত
বেদ সম্পর্কে চার্বাকদের অভিমত হল-বেদের কোনো প্রামাণ্য নেই। তাঁদের মতে, বেদ অপৌরুষেয় নয়। বেদবাক্য পরস্পরবিরোধী ও মিথ্যারূপ গণ্য। বেদ হল ধূর্ত ব্রাহ্মণদের অর্থ উপার্জনের মাধ্যম।