ছুটি গল্পের প্রশ্ন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর | একাদশ শ্রেণি 2nd Semester

ছুটি গল্পের প্রশ্ন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর

ছুটি গল্পের প্রশ্ন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর
ছুটি গল্পের প্রশ্ন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর

১। গুঁড়ি এক পাক ঘুরতে না ঘুরতেই মাখনলালের অবস্থা কী হয়? পরে এই ঘটনাকে কেন্দ্র করে কীভাবে মাতা ও পুত্রদ্বয়ের সংঘাত বাঁধে?

২। ‘বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন।’-বিধবাটি কে? তাকে কী প্রস্তাব দেওয়া হয়েছিল? এই প্রস্তাবে সহজেই সম্মত হওয়ার কারণ কী?

৩। “আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারি নে।”-প্রসঙ্গ উল্লেখ করে বক্তার এ কথা বলার কারণ আলোচনা করো।

৪। ফটিক মাখনলালকে সশব্দে চড় মেরেছিল কেন বুঝিয়ে লেখো।

৫। “উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না”-কার উৎসাহের কথা বলা হয়েছে? তার এই উৎসাহের কারণ ব্যাখ্যা করো।

৬। ‘স্কুলের ছুটি হোক’-বক্তা কে? তিনি স্কুলের ছুটি হলে কী করতে চেয়েছিলেন।

৭। ফটিকের মাকে কেন বিশ্বম্ভরবাবু কলকাতায় ডেকে পাঠিয়েছিলেন? মা এসে কী করলেন?

৮। ‘ফটিকদাদা, মা ডাকছে’-বক্তা কে? মা-এর ফটিককে ডাকার কারণ কী?

৯। “ওমা, এ যে দাদা”-দাদা কে? তিনি কোথায় থাকতেন? তিনি আসার পর কী ঘটনা ঘটে?

১০। “অবস্থা বড়োই খারাপ”- কার অবস্থা কখন বড়োই খারাপ হয়েছিল? তার অবস্থা এরূপ খারাপ হওয়ার কারণ কী?

১১। নদীতীরে বালকদের খেলার দৃশ্যটি বর্ণনা করো।

১২। “সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়”-প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো।

১৩। “অ্যাঁ, তুই আমার গায়ে হাত তুলিস”-বক্তা কেন এরূপ মন্তব্য করেছেন?

১৪। ‘মামীর স্নেহহীন চক্ষে সে যে একটা দূগ্রহের মতো প্রতিভাত হইতেছে,’- কোন্ প্রসঙ্গে ফটিকের এরূপ ধারণা জন্মেছে?

১৫। “মা, আমাকে মারিস নে মা। সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি”-কোন্ পরিস্থিতিতে বক্তা এরূপ মন্তব্য করেছে? বক্তার এই মন্তব্যের মধ্য দিয়ে কোন্ মানসিকতা উদ্‌ঘাটিত হয়েছে?

১৬। “মামা, আমার ছুটি হয়েছে কি”- কোন্ প্রসঙ্গে এবং কেন ফটিক একথা বলেছে?

১৭। রবীন্দ্রনাথের ছোটোগল্প ‘ছুটি’-তে মানুষ ও প্রকৃতি কীভাবে একাকার হয়ে গেছে, তা আলোচনা করো।

১৮। ‘সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে’-কে, সর্বদা মনে মনে কী বুঝতে পারে?

১৯। ‘এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল;’ -মায়ের উপর ফটিকের অভিমান হওয়ার কারণ ব্যাখ্যা করো।

২০। ছোটোগল্প হিসাবে ‘ছুটি’ কতখানি সার্থক তা পর্যালোচনা করো।

২১। ‘ছুটি’ গল্প অবলম্বনে ফটিকের মায়ের চরিত্র বিশ্লেষণ করো।

২২। বালক ফটিক চরিত্রের বর্ণনা করো।

২৩। বিশ্বম্ভরবাবু কে? ‘ছুটি’ গল্পে তাঁর ভূমিকা আলোচনা করো।

২৪। ফটিকের মামির চরিত্র বর্ণনা করো।

২৫। “আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে।”-প্রসঙ্গ উল্লেখ করে, তাৎপর্য ব্যাখ্যা করো।

২৬। “মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি।”- উদ্ধৃত উক্তিটির তাৎপর্য যথাযথ বর্ণনা করো।

Leave a Comment