সৈয়দ মুজতবা আলী রচিত ‘পঁচিশে বৈশাখ’ প্রবন্ধ থেকে উদ্ধৃতিটি গৃহীত হয়েছে।
মপাসাঁ
মপাসাঁ হলেন একজন বিখ্যাত ফরাসি সাহিত্যিক, যাঁকে ছোটোগল্পের জনক বলা হয়।
যিনি মপাসাঁকে অতিক্রম করে গিয়েছেন
‘তিনি’ বলতে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে বুঝিয়েছেন।
মপাসাঁ ও রবীন্দ্রনাথের ছোটোগল্পের তুলনা
মপাসাঁর ছোটোগল্পের প্রধান বৈশিষ্ট্য সংহতি এবং তীক্ষ্ণতা। রবীন্দ্রনাথের প্রথম, সার্থক ছোটোগল্প ‘দেনা-পাওনা’-তেই গল্পের সংহতি ও বিদ্রুপের তীক্ষ্ণতায় তা হয়ে উঠেছে মপাসারই সমধর্মী। তেমনই ‘উলুখড়ের বিপদ’ এবং ‘পুত্রযজ্ঞ’ গল্পের সংহতি এবং তীক্ষ্ণ বিদ্রুপ মপাসাঁকে স্মরণ করালেও, মপাসাঁর নিরাসক্তি ও বস্তুতান্ত্রিক দৃষ্টি সাধারণভাবে রবীন্দ্রনাথের স্বধর্ম নয়।
সাধারণভাবে নরনারীর মূল জৈবিক সম্পর্ক নিয়ে গল্প লেখার যে ঝোঁক মপাসাঁর ছিল সে ঝোকও রবীন্দ্রনাথের খুব বেশি ছিল না। অন্যদিকে, স্নেহ-প্রেম-বাৎসল্য-করুণাই প্রতিকূল পরিবেশে তাঁর গল্পে উত্তেজনা সৃষ্টি করেছে বেশি। মপাসাঁর চমকসৃষ্টিও রবীন্দ্রনাথের হৃদয়াবেগসমৃদ্ধ গল্পের ঘটনাগত ক্রমোন্নতির সঙ্গে মেলে না। এইসকল মিল-অমিলের সহাবস্থানেই শ্রেষ্ঠত্বের নিরিখে মপাসাঁ-কে ছাড়িয়ে গিয়েছেন রবীন্দ্রনাথ।