দুর্গাপুরকে ‘ইস্পাত নগরী’ বলা হয় কেন? |
পশ্চিম বর্ধমান জেলায় দামোদর নদের তীরে দুর্গাপুর পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নগর ও শিল্পকেন্দ্র। দুর্গাপুরকে বলা হয়ে থাকে ‘ইস্পাত নগরী’। কারণ এখানে রয়েছে একাধিক ইস্পাত, প্রকল্প। এগুলি হল-
বৃহদায়তন লৌহ-ইস্পাত কারখানা: 1960 সালে ভারত সরকারের উদ্যোগে ও ব্রিটিশ কোম্পানি ইসকনের কারিগরি সহায়তায় দুর্গাপুরে বৃহদায়তন ইস্পাত কারখানা গড়ে উঠে।
অ্যালয় স্টিল প্ল্যান্ট : ‘ক্রোমিয়াম ইস্পাত’ বা ‘নিকেল ইস্পাত’ উৎপাদনের একটি কারখানা আছে দুর্গাপুরে। এর নাম অ্যালয় স্টিল প্ল্যান্ট।
সংকর ইস্পাত কারখানা: জাপান ও কানাডার কারিগরি সহযোগিতায় দুর্গাপুরে গড়ে উঠেছে একটি সংকর ইস্পাত কারখানা। এটি পরিচালিত হয় ‘অ্যালয় স্টিল প্ল্যান্ট’ (ASP) দ্বারা।