ন্যায়, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো

স্বাধীনতা, অধিকার ও সাম্যের মতো ন্যায়-এর আদর্শকেও গণতান্ত্রিক সমাজ গঠনের ক্ষেত্রে একান্তভাবে অপরিহার্য বলে মনে করা হয়। তাই একটি যথার্থ গণতান্ত্রিক সমাজ গঠনের জন্য ন্যায়, স্বাধীনতা ও সাম্য প্রতিষ্ঠা হওয়াটা একান্তভাবে প্রয়োজন। ন্যায়, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। এই ধারণাগুলি প্রকৃত অর্থে একই সূত্রে গ্রথিত, যা তত্ত্বগতভাবে সামগ্রিকতার সৃষ্টি করে।
ন্যায়, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক
ন্যায়, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক নিম্নে আলোচনা করা হল
(i) ন্যায়, স্বাধীনতা ও সাম্যের শর্তসাপেক্ষ
অবাধ স্বাধীনতা আসলে একটি স্ববিরোধী ধারণা, কেন-না স্বাধীনতা কখনোই বাধাহীন বা নিয়ন্ত্রণহীন হতে পারে না। প্রকৃত স্বাধীনতার ধারণাটি সাম্যের নীতির দ্বারা নিয়ন্ত্রিত। ন্যায় ও সাম্যের স্বার্থে স্বাধীনতার উপর আরোপিত সকল প্রকার নিয়ন্ত্রণকেই স্বীকৃতি দেওয়া হয়। এই কারণেই স্বাধীনতার ধারণাটিকে ন্যায় ও সাম্য নীতির শর্তসাপেক্ষ বলে মনে করা হয়।
(ii) ন্যায় স্বাধীনতা ও সাম্যের মধ্যে সংযোগসাধন করে
অধ্যাপক বার্কার ন্যায়কে একটি সংযোগসাধনকারী ধারণা হিসেবে ব্যাখ্যা করেছেন। ন্যায়ের ধারণাটি একাধিক ব্যক্তির মধ্যে সংযোগসাধনের পাশাপাশি একাধিক নীতির মধ্যেও সংযুক্তি ঘটায়। আসলে স্বাধীনতা ও সাম্য সম্পর্কিত বহু দাবির মধ্যে ন্যায়নীতির মাধ্যমে একটি সেতু রচিত হয়।
(iii) ন্যায়ের নীতি সাম্য, স্বাধীনতা ও সৌভ্রাতৃত্বের নীতিগত ভারসাম্য বজায় রাখে
সাম্য, স্বাধীনতা ও সৌভ্রাতৃত্বের পারস্পরিক বিরোধের পাশাপাশি কোনো একটি নীতির অভ্যন্তরীণ একাধিক উপাদানের মধ্যেও বিরোধ থাকতে পারে। সেক্ষেত্রে, এই বিরোধ নিষ্পত্তির জন্য একটি চূড়ান্ত নীতি হিসেবে ন্যায়ের নীতিকেই গ্রহণ করা হয়।
(iv) সাদ্য, স্বাধীনতা ও সৌভ্রাতৃত্বের নীতিতে ন্যায় হল বিন্যাস ব্যবস্থা
কিছু মানবিক মূল্যবোধকে স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে মানবসমাজে সাম্য, স্বাধীনতা ও সৌভ্রাতৃত্ব বিরাজ করে। এই মানবিক মূল্যবোধগুলিই সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য দায়ী, কারণ এই মূল্যবোধগুলির উপর নির্ভর করেই সাম্য, স্বাধীনতা ও সৌভ্রাতৃত্বের মধ্যে নীতিগত ভারসাম্য বজায় থাকে।
(v) ন্যায়ের প্রথম শর্তই হল স্বাধীনতা
স্বাধীনতাবিরোধী যে-কোনো ধরনের কার্যকলাপ অন্যায় বলে বিবেচিত হয়। তাই এই কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদী কর্মসমূহ ন্যায়নীতির ভিত্তিতে জনসাধারণের কাছ থেকে ব্যাপক সমর্থন লাভ করে। এই কারণেই ন্যায়ের প্রথম শর্ত হিসেবে স্বাধীনতাকে চিহ্নিত করা হয়।
মূল্যায়ন
উপরোক্ত আলোচনা থেকে এই ধারণা স্পষ্ট যে, ন্যায়, স্বাধীনতা ও সাম্য পরস্পর পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ন্যায় ও সাম্য ছাড়া যেমন স্বাধীনতা হয় না, তেমনই স্বাধীনতা ছাড়াও ন্যায় ও সাম্য অসম্পূর্ণ। তাই আধুনিক সমাজব্যবস্থায় এই তিনটি ধারণার পারস্পরিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন – জাতি ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর