পর্যটন শিল্পকে দূষণহীন ও উদীয়মান শিল্প বলার কারণ কী

পর্যটন শিল্পকে দূষণহীন ও উদীয়মান শিল্প বলার কারণ কী
পর্যটন শিল্পকে দূষণহীন ও উদীয়মান শিল্প বলার কারণ কী?
মানুষ যখন নানাবিধ উদ্দেশ্যে (বিনোদন, অবকাশ, শিক্ষা, ব্যাবসা-বাণিজ্য) স্বল্প সময়ের জন্য অন্যস্থানে ভ্রমণ করে, তখন তাকে পর্যটন বলে। এই পর্যটনের ফলে অসংখ্য ব্যাবসা ক্ষেত্র সৃষ্টি হয়। যেমন যাতায়াতের জন্য বিমান পরিবহণ, গাড়ির ব্যাবসা, ট্রেন-প্লেনের টিকিট কাটার ব্যাবসা, থাকার জন্য রেস্তোরাঁ, হোটেল ব্যাবসা, হোটেল বুকিং ব্যাবসা, ট্রাভেল এজেন্সির ব্যাবসা ইত্যাদি। এই সমস্ত ব্যাবসার সঙ্গে বহু মানুষের জীবিকা যুক্ত যা অর্থনীতির তৃতীয় পর্যায়ের অন্তর্গত। এগুলিকে একসঙ্গে পর্যটন শিল্প বলা হয়ে থাকে। এর কোনোটার দ্বারাই সেভাবে পরিবেশের অবনমন ঘটে না। তাই পর্যটন শিল্পকে দূষণহীন শিল্প বলা হয়ে থাকে।

পশ্চিমবঙ্গে পর্যটন শিল্প বয়সে নবীন। 1996 খ্রিস্টাব্দে পর্যটনকে পশ্চিমবঙ্গ সরকার শিল্প হিসেবে ঘোষণা করেন। এজন্য পর্যটন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়ে থাকে।

Leave a Comment