পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নতিতে কলকাতা বন্দরের গুরুত্ব লেখো। |
কৃষি উন্নয়ন: পশ্চিমবঙ্গের বিভিন্ন কৃষিজ দ্রব্য, যেমন – চাল, চা, তৈলবীজ, পাটজাত দ্রব্য, লাক্ষা প্রভৃতি কলকাতা বন্দরের মাধ্যমে বিদেশে রপ্তানি হওয়ায় কৃষিক্ষেত্রে উন্নতি অব্যাহত থাকে।
শিল্পোন্নয়ন: শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি আমদানি ও শিল্পজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে কলকাতা বন্দর পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
কর্মসংস্থান বৃদ্ধি : কলকাতা বন্দরে ও বন্দরকে ভিত্তি করে বিকশিত বিভিন্ন শিল্পকারখানায়, পরিবহণ মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে।
পরিবহণ ব্যবস্থার উন্নতি: কলকাতা বন্দরের আমদানি, রপ্তানি দ্রব্য পরিবহণের জন্য পশ্চিমবঙ্গে সড়কপথ, রেলপথ ও জলপথের ব্যাপক উন্নতি ঘটেছে।
বৈদেশিক মুদ্রা অর্জন: চা, পাটজাত দ্রব্য প্রভৃতি কলকাতা বন্দরের মাধ্যমে বিদেশে রপ্তানি করে ভারত প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে।
অভ্যন্তরীণ বাণিজ্যের প্রসার: কলকাতা বন্দর থেকে ভারতের অন্যান্য বন্দরে জাহাজ চলাচল করে, ফলে পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের অন্যান্য রাজ্যের বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ঘটেছে।