পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাকে বলে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োজনীয়তা আছে কেন

পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ
পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে বোঝায়। যখন সরকারের তিনটি বিভাগ (শাসন, আইন, বিচার) সম্পূর্ণভাবে পৃথক হয়ে স্বাধীনভাবে কার্যসম্পাদন করে, তাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলে। এই নীতিরই কঠোররূপকে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলে।
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োজনীয়তা
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োজনীয়তা আছে কি না তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতভেদ দেখা যায়। তা সত্ত্বেও রাষ্ট্রবিজ্ঞানীরা কতকগুলি তথ্যের দ্বারা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে সক্ষম হয়েছেন। এগুলি নিম্নে আলোচনা করা হল-
(i) সুষ্ঠুভাবে ক্ষমতার প্রয়োগ
মন্তেস্কু মনে করেন, ক্ষমতা একজন ব্যক্তির উপর ন্যস্ত না থেকে সরকারের সংশ্লিষ্ট এক-একটি বিভাগের উপর ন্যস্ত থাকলে ক্ষমতার অযথা কেন্দ্রীভবন ঘটবে না যার ফলে ক্ষমতার প্রয়োগ আরও বেশি সুষ্ঠু ও যথার্থ হবে।
(ii) সরকারি কাজের দায়িত্ব বিভাজিত
আইন প্রণয়ন, আইনের প্রয়োগ এবং বিচারের কাজ একই সংস্থা কর্তৃক পরিচালিত হলে ব্যক্তিস্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকে, তাই সরকারের বিভিন্ন বিভাগের উপর কাজের দায়িত্ব অর্পণ করা হয়।
(iii) স্বৈরাচারিতা রোধ
মন্তেস্কু বলেন যে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োজন কারণ, আইন ও শাসন বিষয়ক ক্ষমতা একই ব্যক্তি বা ব্যক্তিসমষ্টির হাতে ন্যস্ত থাকলে স্বাধীনতা ধ্বংসপ্রাপ্ত হবে। এর ফলে আইনসভা স্বৈরতান্ত্রিক আইন প্রণয়ন করবে এবং শাসন বিভাগ ও বিচারবিভাগ তা স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে প্রয়োগ করবে।
(iv) স্বাধীনতা রক্ষা
আবার বিচার বিভাগীয় এবং শাসন বিভাগীয় ক্ষমতা যদি একই ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে ন্যস্ত থাকে তার ফলে বিচারপতিরা হিংসা ও দমনপীড়নমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তাই মন্তেস্কু স্বাধীনতা রক্ষার জন্যই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন।
(vi) ব্ল্যাকস্টোনের অভিমত
ব্ল্যাকস্টোন-এর মতে, জনগণের জীবন, সম্পত্তি ও স্বাধীনতা সংরক্ষণের জন্যই সরকারের তিনটি বিভাগ ভিন্নভাবে কার্যসম্পাদন করে নিজেদের স্বাতন্ত্র্যতা বজায় রাখবে বলেই এই নীতির প্রয়োজনীয়তা দেখা দেয়।
পরিশেষে বলা যায়, উপরোক্ত সমস্ত ব্যাখ্যার দ্বারা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির তাৎপর্য বা গুরুত্ব যেমন বোঝা যায়, তেমনি এই নীতি প্রয়োগের প্রয়োজনীয়তাও উপলব্ধি করা যায়।
আরও পড়ুন – জাতি ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর