পেরিক্লিস কে ছিলেন? তাঁর সংস্কারমূলক কার্যকলাপ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও

পেরিক্লিস কে ছিলেন? তাঁর সংস্কারমূলক কার্যকলাপ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও

পেরিক্লিসের পরিচয়

এথেন্সের স্বর্ণযুগের সময় একজন দক্ষ গ্রিক রাজনীতিবিদ ও জেনারেল ছিলেন পেরিক্লিস (Pericles)। তিনি প্রাচীন এথেনিয়ান রাজনীতির একজন অভিজ্ঞ ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে সুপরিচিত। পেরিক্লিসের আমল (খ্রিস্টপূর্ব ৪৬১-৪২৯ অব্দ) এথেনীয় গণতন্ত্রে সুবর্ণ যুগ বা পেরিক্লিসের যুগ (Periclian – Age) নামে পরিচিত।

পেরিক্লিসের সংস্কারমূলক কার্যকলাপ

(i) অ্যারিওপাগাসের ক্ষমতার সংকোচন

পেরিক্লিস অ্যারিওপাগাসের ক্ষমতার সংকোচন ঘটান। এই পরিষদের থেকে কেড়ে নেওয়া দায়িত্ব তিনি বাউলি, নাগরিক সভা ও নাগরিকদের নিয়ে গঠিত আদালতগুলির হাতে অর্পণ করেন।

(ii) লটারি প্রথা

পেরিক্লিস সমস্ত নাগরিকদের সমমর্যাদা ও অধিকার রক্ষার্থে লটারি প্রথাকে গুরুত্ব দেন। লটারি প্রথা অনেক আগে থেকেই প্রচলিত ছিল। পূর্বে আরকনগণকে পরিষদের সদস্যগণ হিসেবে পদ গ্রহণ করতে হলে প্রথমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হত। তারপর যোগ্যদের মধ্য থেকে লটারির দ্বারা বাছাই করে নিয়োগ করা হত। এই মিশ্রব্যবস্থা তুলে দিয়ে পেরিক্লিস সরাসরি লটারির দ্বারা নিযুক্তির কথা বলেন। ফলে সকলেই রাজনৈতিক পদ ভোগ করার এবং রাষ্ট্রীয় প্রশাসনে অংশগ্রহণে সমান অধিকার পায়।

(iii) পারিশ্রমিকের ব্যবস্থা

পেরিক্লিস উপলব্ধি করেন যে, পারিশ্রমিক ব্যতীত নতুন সংস্কার অর্থহীন হয়ে পড়বে। এসময় সরকারি দায়দায়িত্ব পালনের বিনিময়ে বেতনের ব্যবস্থা প্রচলিত হয়।

(iv) নাগরিকত্ব আইন প্রণয়ন

পেরিক্লিস আইনের দ্বারা (খ্রিস্টপূর্ব ৪৫১ অব্দ) এথেনীয় নাগরিকদের সংখ্যা সংকুচিত করেছিলেন। এতে বলা হয়- এথেন্সের আইনানুযায়ী যাদের পিতামাতা বিবাহিত ও এথেন্সের নাগরিক, তারাই কেবল নাগরিক বলে পরিগণিত হবে। ওয়াকারের তথ্য অনুযায়ী, এসময় প্রায় পাঁচ হাজার মানুষ এথেনীয় নাগরিকত্ব হারিয়েছিল ও সেখানে বিদেশি হিসেবে থেকে গিয়েছিল।

মূল্যায়ন

বস্তুতপক্ষে, নাগরিকত্ব সংকোচনের মতো দু-একটি আইন ছাড়া পেরিক্লিসের শাসনতন্ত্রের লক্ষ্য ছিল গণতান্ত্রিক অধিকারের প্রসার, সামাজিক বৈষম্য হ্রাস, সাধারণ মানুষকে শাসনব্যবস্থার অংশীদারিত্ব দান ইত্যাদি। এই সকল সংস্কারকার্য দ্বারা এথেন্সে বহুকথিত গণতন্ত্র বা Democracy প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন – গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো

Leave a Comment