প্রথম ক্রুসেড কত খ্রিস্টাব্দ থেকে শুরু হয়?  এই ক্রুসেডেকে ‘জনগণের ক্রুসেড’ বলা হয় কেন

প্রথম ক্রুসেড কত খ্রিস্টাব্দ থেকে শুরু হয়?  এই ক্রুসেডেকে ‘জনগণের ক্রুসেড’ বলা হয় কেন

১০৯৫ খ্রিস্টাব্দ থেকে ১২৯১ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ সময়কালে সংঘটিত ক্রুসেডগুলিকে আলোচনার সুবিধার্থে মূলত তিনটি পর্যায়ে বিভক্ত করা হয়। যথা- প্রথম পর্যায় (১০৯৫-১০৯৯ খ্রিস্টাব্দ), দ্বিতীয় পর্যায় (১১৪৪-১১৯৩ খ্রিস্টাব্দ) এবং তৃতীয় পর্যায় (১১৯৩-১২৯১ খ্রিস্টাব্দ)। এর মধ্যে প্রথম ক্রুসেড হল প্রথম পর্যায়ের অন্তর্ভুক্ত।

(1) প্রথম ক্রুসেডের সূচনাকাল

প্রথম ক্রুসেড ১০৯৫ খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল। এটি ১০৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত সক্রিয় ছিল।

(2) জনগণের ক্রুসেড বলার কারণ

পোপ দ্বিতীয় আরবানের ডাকে সাড়া দিয়ে সন্ন্যাসী পিটার দ্য হারমিট (Peter the Hermit) কুশ দণ্ড হাতে নিয়ে জার্মানি, ইটালি ও ফ্রান্সের নানা স্থানে গিয়ে ধর্মযোদ্ধাদের সংগঠিত করেন। ওয়াল্টার দ্য পেনিলেস (Walter the Penniless)-এর নেতৃত্বে দলে দলে সাধারণ মানুষ ধর্মযুদ্ধে অংশ নেয়। প্রায় ৬০ হাজার খ্রিস্টান ১০৯৬ খ্রিস্টাব্দের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত, ৬ মাসব্যাপী সময়ে ৩০০০ মাইল দূরের জেরুজালেমের উদ্দেশে যাত্রা করে। সাধারণ মানুষের অত ব্যাপক অংশগ্রহণের জন্য প্রথম ক্রুসেডকে বলা হয় জনগণের ক্রুসেড বা People’s Crusade.

Leave a Comment