প্রাক-লুথার ধর্মসংস্কার আন্দোলনে জিরোলামো সাভোনাবোলার অবদান কী ছিল লেখো

প্রাক-লুথার ধর্মসংস্কার আন্দোলনে জিরোলামো সাভোনাবোলার অবদান কী ছিল লেখো

ইটালির ডোমিনিকান সন্ন্যাসী জিরোলামো সাভোনারোলা (Girolamo Savonarola, ১৪৫২-১৪৯৪ খ্রিস্টাব্দ) ছিলেন মার্টিন লুথারের অপর এক পূর্বসূরি। পঞ্চদশ শতকের ফ্লোরেন্সের এই নেতৃস্থানীয় ব্যক্তিত্বের কর্মকান্ড সেখানকার সমাজ, ধর্ম ও রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছিল।

প্রাক্ লুথার ধর্মসংস্কার আন্দোলনে জিরোলামো সাভোনারোলার অবদান 

সাভোনারোলা ফ্লোরেন্সের দুর্নীতিপূর্ণ রাজনীতি ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। পঞ্চদশ শতকে পোপ পদ লাভের জন্য পোপ ষষ্ঠ আলেকজান্ডার (Pope Alexander VI) যে দুর্নীতির আশ্রয় গ্রহণ করেছিলেন, তা প্রত্যক্ষ করে ক্ষুব্ধ হয়েছিলেন জিরোলামো ও তাঁর ধার্মিক অনুগামীগণ।

(1) মতবাদ: সাভোনারোলা ক্যাথলিক যাজকদের তুর্কি বা মুরদের থেকেও নিকৃষ্ট বলে বর্ণনা করেন। তিনি প্রকাশ্যে বলেছিলেন যে, পার্থিব সুখ ও ভোগলালসায় ব্যস্ত যাজকেরা সকলেই সিমনি-র (Simony) অপরাধে অপরাধী। তাঁরা চার্চের যাজকদের জন্য বৃত্তি বা বেনেফিস (Benefice)-গুলি নিজেদের ভোগবাসনা চরিতার্থ করার জন্য ব্যবহার করতেন। পোপ ষষ্ঠ আলেকজান্ডারের ভ্রষ্টাচার ও পদের মোহ শুধু সেন্ট পিটারের পবিত্র আসনকেই অপবিত্র করেনি, এই অধঃপতন আধ্যাত্মিকতার বদলে পার্থিব সুখভোগের পথকে অনুসরণ করতেও উৎসাহ জুগিয়েছিল।

(2) আন্দোলন পরিচালনা: সাভোনারোলার চার্চবিরোধী প্রচার ইটালিতে একপ্রকার পিউরিটান মতধারার উন্মেষ ঘটিয়েছিল। চার্চের পাশাপাশি সাভোনারোলা চার্চের আশ্রয়পুষ্ট অভিজাত পরিবারগুলিকেও তাঁর সমালোচনা দ্বারা বিদ্ধ করেছিলেন।

(3) প্রতিক্রিয়া: বলাবাহুল্য, কায়েমি স্বার্থের প্রতিভূ শক্তিসমূহ সাভোনারোলার এই আন্দোলনকে ভালো চোখে দেখেনি। তাই তিনি প্রাণদণ্ডে দণ্ডিত হন। তাঁর মৃতদেহকে ভস্মীভূত করে দেওয়া হয়।

মূল্যায়ন

সাভোনারোলা প্রাতিষ্ঠানিক চার্চের বিরুদ্ধে যে প্রচার করেছিলেন, তার প্রভাবে ইটালিতে বেশ কিছুসংখ্যক মানুষের নিষ্কলঙ্ক ও সহজ-সরল জীবনযাত্রার প্রতি আকর্ষণ বৃদ্ধি পেয়েছিল। তাঁর জনপ্রিয় রচনাগুলি সাধারণ মানুষকে সদ্ধর্ম বিষয়ে এতটাই সচেতন করে তুলেছিল যে তা পরবর্তীতে ধর্মসংস্কারে মার্টিন লুথারের পথকে অনেকটাই মসৃণ করেছিল।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment