প্লেটোর সাম্যবাদী তত্ত্বের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো

প্লেটোর সাম্যবাদী তত্ত্বের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো

ন্যায়নীতির উপর ভিত্তি করে প্লেটো আদর্শ রাষ্ট্র ও সমাজব্যবস্থার যে মডেল উপস্থাপিত করেছেন, সেখানে শাসক শ্রেণির জন্য এক ধরনের সাম্যবাদের আদর্শ সংযোজিত হয়েছে। প্লেটোর চিন্তার এক তাৎপর্যপূর্ণ দিক ছিল- সাম্যবাদ (Plato’s Communism) I

প্লেটোর সাম্যবাদী তত্ত্বের বিভিন্ন দিক

(i) সমভোগবাদী আদর্শে চালনা: প্লেটোর লক্ষ্য ছিল শাসক শ্রেণির জীবনধারাকে একটি সমভোগবাদী আদর্শে চালিত করা।

(ii) উচ্চবর্ণের জন্য পালনীয় আদর্শ: এই সাম্যবাদ ছিল সমাজের উচ্চবর্গের মানুষদের জন্য পালনীয় এক জীবনাদর্শ।

(iii) উদ্দেশ্য: বার্কারের মতে, প্লেটোর সাম্যবাদের উদ্দেশ্য ছিল নৈতিক ও রাজনৈতিক, অর্থনৈতিক নয়।

(iv) উৎপাদনের উপকরণের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ: বৃহত্তর রাষ্ট্রীয় স্বার্থে প্লেটো সম্পদের উপর ব্যক্তিমালিকানার বিরোধী ছিলেন। উৎপাদনের সকল উপকরণের উপর তিনি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের পক্ষে মত দিয়েছেন।

(v) শাসককে সম্পত্তির অধিকার ও পারিবারিক সুখভোগ থেকে বিরত থাকার নির্দেশ: শাসক শ্রেণিকে তিনি কঠোরভাবে সম্পত্তির অধিকার থেকে বিরত থাকতে বলেছেন। পারিবারিক জীবনেও প্লেটো শাসকের সমভোগবাদের দাবি তুলেছেন। স্ত্রী-সন্তান-সহ সাংসারিক জীবনে আবদ্ধ হয়ে থাকাকে প্লেটো স্বার্থপরতার প্রকাশ এবং সমাজের উন্নতি ও বিকাশের পথে বাধা বলে মনে করতেন। এজন্য তিনি শাসককে পারিবারিক সুখভোগের জীবন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

(vi) রাষ্ট্রীয় কাজে নারীর নিযুক্তিকরণ: সাম্যবাদী ভাবনা থেকেই প্লেটো নারী ও পুরুষের মধ্যে ব্যবধান সৃষ্টির বিরোধী ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে, রাষ্ট্রিক স্বার্থের সহায়ক হলে রাষ্ট্রের কর্তব্য হল নারীকে প্রশিক্ষণ দিয়ে রাষ্ট্রীয় কাজে নিয়োজিত করা। এক্ষেত্রে বুদ্ধি, শিক্ষা ও মেধা অনুযায়ী নারীকে উপযুক্ত কাজে নিয়োগ করা প্রয়োজন।

মূল্যায়ন: প্লেটোর সাম্যবাদী ধারণা নানাভাবে সমালোচিত হয়েছে। যথা-

  • সমালোচকদের মতে কেবলমাত্র শাসক শ্রেণির জন্য তিনি একটি অবাস্তব সমভোগী জীবনাদর্শের কথা বলেছেন,
  • প্লেটো সমাজের অর্থনৈতিক বৈষম্য, সামাজিক সম্পদের সমবন্টন বিষয়ে নীরব থেকেছেন বলে অনেকেই মনে করেন,
  • নারীর সামাজিক সাম্য বা শোষণমুক্তির কোনও লক্ষ্য প্লেটোর সাম্যবাদে ঘোষিত হয়নি ইত্যাদি। তবে আলোচনা-সমালোচনা সত্ত্বেও প্লেটোর সাম্যবাদী চিন্তার গুরুত্বকে অস্বীকার করা যায় না। রাষ্ট্রের জন্য, বিশেষভাবে রাষ্ট্রীয় কর্তৃত্ব বা ক্ষমতার ভিত্তিকে সুদৃঢ় করতেই তিনি এই সাম্যবাদী তত্ত্বের অবতারণা করেছিলেন বলে মনে করা হয়।

আরও পড়ুন – কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কী ছিল

Leave a Comment