“…..বাব্বা! লুঙ্গি, টিকি, পৈতে, টুপি সব একাকার হয়ে গেছে”-উক্ত উক্তিটি কার? কোন্ প্রসঙ্গে বলেছেন? কেন বলেছেন?
বক্তা
‘নবান্ন’র নাট্যকার বিজন ভট্টাচার্য বিরচিত ‘আগুন’ নাটকে ব্যাবসাদার দোকানি উক্ত উক্তিটি করেছেন।
প্রসঙ্গ
মহামারি-মড়ক-মন্বন্তরের ভয়াবহ পরিবেশে চারিদিকে শুধুই অন্নের জন্য হাহাকার। সরকারি রেশন ব্যবস্থায়, সাধারণ মানুষকে খাদ্যসামগ্রী (চাউল) বিতরণের ব্যর্থ প্রচেষ্টা। তখনই লাইনে দাঁড়িয়ে চাল নেওয়া এক মুসলমান ভাই-এর কথার প্রত্যুত্তর প্রসঙ্গে দোকানি উপরোক্ত উক্তিটি করেছেন।
বলার কারণ
বুভুক্ষু, অনাহারক্লিষ্ট মানুষের কাছে ‘অন্নচিন্তাই চমৎকারা’। ক্ষুধা সমস্ত রকমের জাত-পাত-ভেদাভেদের উর্ধ্বে। তাই ভুখা মানুষের এই মিছিলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। সম্প্রদায়গত প্রতীক- (১) লুঙ্গি-মুসলমান, (২) টিকি-বৈয়ব, (৩) হিন্দু-পুরোহিত, (৪) পৈতে-ব্রাহ্মণ, (৫) টুপি-ইংরেজ। আসলে ক্ষুধার অনল সাম্প্রদায়িকতার সমস্ত ভেদাভেদকে মুছে দিয়ে সর্বধর্মসমন্বয়ের বাঁধনে বন্দি করেছে, যা ক্ষুদ্র স্বার্থসিদ্ধিসম্পন্ন দোকানিকে বিস্মিত করেছে।
আরও পড়ুন – নদীতীরে বালকদের খেলার দৃশ্যটি বর্ণনা করো