বিকাশশীল গণতন্ত্র বলতে কী বোঝো?
বিকাশশীল গণতন্ত্র: বিকাশশীল গণতন্ত্র রাজনৈতিক জীবনে নাগরিকদের অংশগ্রহণের পক্ষে মতামত প্রদান করে এবং আশা করে যে, রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ, উন্নতিকামী নাগরিক গড়ে তোলার জন্য সদর্থক ভূমিকা নেবে। এ ছাড়াও জনপ্রিয় সার্বভৌমিকতা, প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র ও জনসাধারণের স্বাধীন কাজকর্মে রাষ্ট্রীয় হস্তক্ষেপের বিরোধিতা করে। মূলত জন স্টুয়ার্ট মিল এই ধরনের গণতন্ত্রের প্রবক্তা ছিলেন।