ভারতের জনসংখ্যার দ্রুত বৃদ্ধির কারণ লেখো।

ভারতের জনসংখ্যার দ্রুত বৃদ্ধির কারণ লেখো।
ভারতের জনসংখ্যার দ্রুত বৃদ্ধির কারণ লেখো।
ভারতের জনসংখ্যার বৃদ্ধির হার অত্যন্ত বেশি। 2011 আদমশুমারি অনুসারে ভারতের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 1.41%। ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি হল–

উচ্চ জন্মহার : 

ভারতের জন্মহার অত্যন্ত বেশি, প্রতি হাজারে 22.22 জন (2011)। ফলে, স্বাভাবিকভাবেই দেশের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি।

মৃত্যুহার হ্রাস: 

চিকিৎসা বিজ্ঞান ও আর্থ-সামাজিক উন্নতির কারণে ভারতের মৃত্যুহার দ্রুত হ্রাস পাচ্ছে। বর্তমানে ভারতের মৃত্যুহার প্রতি হাজারে 1.4 জন। জন্মহার ও মৃত্যুহারের এই পার্থক্য দ্রুত জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ।

বাল্যবিবাহ: 

ভারতে মেয়েদের 18 বছর এবং ছেলেদের 21 বছরের নীচে বিবাহ আইনসিদ্ধ নয়। কিন্তু সরকারের আইনকে উপেক্ষা করে ভারতে অসংখ্য গ্রামাঞ্চলে মেয়ে ও ছেলেদের প্রাপ্তবয়স্ক হওয়ার অনেক আগেই বিবাহ হয়। এর ফলে মেয়েদের সন্তান ধারণের সময়সীমা বেড়ে যায় ও জন্মের হার বৃদ্ধি পায়।

কুসংস্কার: 

আজও ভারতের অসংখ্য মানুষ ধর্মীয় কুসংস্কারে আচ্ছন্ন। ভারতের সমাজব্যবস্থায় পুত্র সন্তানই পিতামাতার পারলৌকিক ক্রিয়া সম্পাদনের অধিকারী এবং একমাত্র বংশধর। এছাড়া বার্ধক্যে নিরাপত্তা পাওয়ার আশা এবং বংশরক্ষার তাগিদে পুত্র সন্তানের আকাঙ্ক্ষা প্রবল।

শিক্ষার অভাব: 

ভারতের 25.6% মানুষ অশিক্ষিত। বিশেষত 34.54% মহিলা নিরক্ষর। ফলে, তাদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত অজ্ঞতা ও কুসংস্কার প্রকট, যা ভারতের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ।

অধিক পরিব্রাজন: 

স্বাধীনতার পর পাকিস্তান, বাংলাদেশ, নেপাল থেকে বহু মানুষ ভারতে প্রবেশ করেছে। এ ছাড়া বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে অসংখ্য মানুষ বেআইনিভাবে সীমান্তবর্তী রাজ্যগুলিতে এসে স্থায়ীভাবে বসবাস করছে। এরূপ পরিব্রাজনের ফলে ভারতের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

অন্যান্য কারণ : 

এ ছাড়া (ⅰ) মহামারি রোধ, (ii) বিপর্যয়ের পূর্বাভাস দান, (iii) মেয়েদের স্বল্প সামাজিক মূল্য, (iv) কৃষিভিত্তিক সমাজব্যবস্থা, (v) দরিদ্র মানুষের অর্থনৈতিক নিরাপত্তার আশায় পরিবারের সদস্য বৃদ্ধি প্রভৃতি কারণে ভারতের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

Leave a Comment