ভারতের বিভিন্ন সড়কপথগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। |
ভারতের প্রধান সড়কপথগুলি হল–
সোনালি চতুর্ভুজ:
ভারতের উত্তরে দিল্লি, পূর্বে কলকাতা, দক্ষিণে চেন্নাই ও পশ্চিমে মুম্বাই এই চারটি বৃহৎ মেট্রোপলিটন শহরকে যুক্তকারী চার বা ছয় লেনবিশিষ্ট সড়কপথ ‘সোনালি চতুর্ভুজ’ নামে পরিচিত। এর মোট দৈর্ঘ্য 5,846 কিমি। এটি ভারতের দীর্ঘতম সড়কপথ।
উত্তর-দক্ষিণ করিডর:
উত্তরে জম্মু- কাশ্মীরের শ্রীনগর থেকে দক্ষিণে তামিলনাড়ুর কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত সড়কপথটি উত্তর-দক্ষিণ করিডর নামে পরিচিত। এর দৈর্ঘ্য 4,000 কিমি।
পূর্ব-পশ্চিম করিডর:
পূর্বে অসমের শিলচর থেকে পশ্চিমে গুজরাটের পোরবন্দর পর্যন্ত বিস্তৃত সড়কপথটি পূর্ব-পশ্চিম করিডর নামে পরিচিত। এর দৈর্ঘ্য 3,300 কিমি।
জাতীয় সড়কপথ (National Highway):
ভারতের যেসমস্ত সড়কপথ দেশের একপ্রান্ত থেকে বিভিন্ন রাজ্যের মধ্য দিয়ে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত এবং যার নির্মাণ কাজ ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র সরকারের Central Public Works Department (CPWD) দ্বারা পরিচালিত হয়, সেই সকল সড়কপথকে জাতীয় সড়কপথ (National Highway) বলে। ভারতের মোট জাতীয় সড়কপথের দৈর্ঘ্য প্রায় 1,15,435 কিমি (Jun 2017)। যেমন- গ্র্যান্ড ট্রাংক রোড (কলকাতা-দিল্লি) (NH-2), বারাণসী-কন্যাকুমারী রোড (NH-7), দিল্লি-মুম্বাই রোেড (NH-8) প্রভৃতি। 2017 সালের জানুয়ারি মাসে কেন্দ্র সরকার জাতীয় সড়কপথের দৈর্ঘ্য দ্বিগুণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। এর জন্য প্রতিদিন 23 কিমি জাতীয় সড়কপথ নির্মাণের কাজ চলেছে।
রাজ্য সড়কপথ:
যে-সমস্ত সড়কপথ রাজ্য সরকার নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে এবং যেগুলি জাতীয় সড়কপথের সঙ্গে সংযোগসাধন করে, সেই সড়কপথগুলিকে রাজ্য সড়কপথ বলে। ভারতের মোট রাজ্য সড়কপথের দৈর্ঘ্য প্রায় 1,54,522 কিমি (2012) এই সড়কপথগুলি রাজ্যের রাজধানী, জেলার সদর দপ্তর ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলিকে যুক্ত করে। রাজ্য সড়কপথের বিস্তারে ভারতে মহারাষ্ট্র প্রথম।
জেলা সড়কপথ:
যে-সমস্ত সড়কপথের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ Public Works Department (PWD) ও জেলা পরিষদ দ্বারা পরিচালিত হয়, সেগুলিকে জেলা সড়কপথ বলে। এই সড়কপথ জেলা সদরের সঙ্গে জেলার বিভিন্ন অংশের সংযোগ রক্ষা করে।
গ্রাম্য সড়কপথ:
যে সমস্ত সড়কপথের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নিয়ন্ত্রণাধীন, তাদের গ্রাম্য সড়কপথ বলে। তবে বর্তমানে ‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা’র মাধ্যমে গ্রাম্য সড়কপথ নির্মাণ হচ্ছে।
সীমান্তবর্তী সড়কপথ :
‘সীমান্ত পথ সংস্থা’ (Border Roads Organisation) দ্বারা নিয়ন্ত্রণাধীন সড়কপথগুলিকে সীমান্তবর্তী সড়কপথ বলে। প্রতিরক্ষা ও সীমান্তবর্তী দেশগুলির সঙ্গে বাণিজ্য করার উদ্দেশ্যে এই সড়কপথ নির্মাণ করা হয়েছে।
দ্রুত পরিবহণ রাজপথ (Express Highway) :
অতি দ্রুত পরিবহণের জন্য নির্মিত সড়কপথগুলিকে এক্সপ্রেস হাইওয়ে বলে। যেমন- পশ্চিমবঙ্গের কলকাতা থেকে দুর্গাপুর পর্যন্ত বিস্তৃত রোড। ভারতের এরূপ সড়কপথের দৈর্ঘ্য প্রায় 2,000 কিমি।
আন্তর্জাতিক সড়কপথ (International Highway):
দুই বা তার বেশি দেশের মধ্য দিয়ে প্রসারিত সড়কপথকে আন্তর্জাতিক সড়কপথ বলে। ভারত ও তার প্রতিবেশী দেশের মধ্যে এরূপ সড়কপথ গড়ে উঠেছে। যেমন- দিল্লি থেকে পাকিস্তানের লাহোর পর্যন্ত বিস্তৃত সড়কপথ। অমৃতসর-দিল্লি-আগ্রা-কলকাতা-ইম্ফল হয়ে মায়ানমার পর্যন্ত বিস্তৃত সড়কপথ।