ভৌগোলিক অভিযানে স্পেনের সফলতার কারণগুলি আলোচনা করো

ভৌগোলিক অভিযানে স্পেনের সফলতার কারণগুলি আলোচনা করো

ভৌগোলিক অভিযানে স্পেনের সফলতার কারণগুলি আলোচনা করো
ভৌগোলিক অভিযানে স্পেনের সফলতার কারণগুলি আলোচনা করো

ভূমিকা

পঞ্চদশ-ষোড়শ শতকে ইউরোপের দেশগুলির মধ্যে ভৌগোলিক অভিযানের যে জয়যাত্রা শুরু হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল স্পেন। ১৪৯৪ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত স্পেন ও পোর্তুগালের মধ্যে ‘টর্ডেসিল্লাসের চুক্তি’ দ্বারা স্পেন আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে পরপর নৌঅভিযান চালিত করে।

(1) শাসকবর্গের পৃষ্ঠপোষকতা: স্পেনের রাজা ফার্দিনান্দ ও রানি ইসাবেলা দুঃসাহসী সমুদ্র অভিযাত্রীদের উৎসাহ জুগিয়েছিলেন এবং আর্থিক সাহায্য করেছিলেন। তাঁদের উৎসাহ ও আর্থিক সাহায্য স্পেনের অভিযাত্রীদের সফল হতে সাহায্য করেছিল।

(2) অর্থনৈতিক প্রাচুর্য: আলোচ্য সময়পর্বে স্পেন ছিল অত্যন্ত সমৃদ্ধিশালী একটি দেশ। তার বিপুল কৃষি ও খনিজ সম্পদের ভান্ডার অভিযানের অর্থ জোগান অব্যাহত রেখেছিল।

(3) দক্ষ ও সাহসী নাবিকদের উপস্থিতি: কলম্বাস, আমেরিগো ভেসপুচি, বালবোয়া, ম্যাগেলান প্রমুখের মতো অসম সাহসী ও দক্ষ নাবিকরা ছিলেন অনিশ্চিত সমুদ্র অভিযানে অপরাজেয়। এঁদের উদ্যম স্পেনকে ভৌগোলিক অভিযানে সাফল্য এনে দিয়েছিল।

(4) বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগ: স্পেনের বিভিন্ন বণিক সংস্থা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান (ফুগার, ওয়েলসার ইত্যাদি) তাদের নিজেদের বাণিজ্যিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ভৌগোলিক অভিযানে অর্থ ও অন্যান্য সাহায্য করতে এগিয়ে এসেছিল।

মূল্যায়ন

উপরোক্ত কারণগুলির ফলস্বরূপ স্পেনীয় নাবিকরা সমুদ্র অভিযানে অভাবনীয় সাফল্য লাভ করেন। কলম্বাসের আমেরিকা মহাদেশ আবিষ্কার ও ম্যাগেলানের জলপথে পৃথিবী পরিভ্রমণ তাঁর উৎকৃষ্ট উদাহরণ।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment