‘মুদ্রণ বিপ্লব’ বলতে কী বোঝ

‘মুদ্রণ বিপ্লব’ বলতে কী বোঝ

'মুদ্রণ বিপ্লব' বলতে কী বোঝ
‘মুদ্রণ বিপ্লব’ বলতে কী বোঝ

ভূমিকা

পঞ্চদশ শতকে ইউরোপে এক যুগান্তকারী ঘটনা হল মুদ্রণযন্ত্রের আবিষ্কার। জার্মানির জোহানেস গুটেনবার্গ প্রথম আধুনিক মুদ্রণযন্ত্র আবিষ্কার করেন। মুদ্রণযন্ত্রের আবিষ্কারের ফলে ইউরোপে শিক্ষা, ধর্ম, সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে যে যুগান্তকারী পরিবর্তনের সূচনা হয়, তা মুদ্রণ বিপ্লব নামে পরিচিত।

(1) প্রেক্ষাপট: মধ্যযুগের শেষ দিকে ইউরোপে কাগজের বহুল প্রচলন এবং মুদ্রণের ক্ষেত্রে নানা প্রযুক্তিগত আবিষ্কার মুদ্রণ বিপ্লবের প্রেক্ষাপট রচনা করে। গুটেনবার্গের পাশাপাশি আধুনিক মুদ্রণপ্রযুক্তি আবিষ্কারের ক্ষেত্রে পিটার শোফার ও জোহান ফুস্টের অবদানও ছিল খুবই গুরুত্বপূর্ণ।

(2) প্রভাব: মুদ্রণ বিপ্লবের ফল ছিল সুদুরপ্রসারী। এই বিপ্লব শিক্ষা সংস্কৃতির পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানের জগতেও এক যুগান্তকারী পরিবর্তন বা অগ্রগতির সূচনা করে। মুদ্রণযন্ত্রের দ্বারা বাইবেল অনুদিত হওয়ায় পোপ-যাজকদের অনাচার-দুর্নীতি সম্পর্কে সাধারণ মানুষ জানতে পারে। ফলে ইউরোপে ধর্মসংস্কার-এর পথ সুগম হয়। অধ্যাপক ই এফ রাইস আধুনিক যুগের কম্পিউটারের সঙ্গে মুদ্রণ বিপ্লবের তুলনা করেছেন।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment