মৌজা বা ক্যাডাস্ট্রাল মানচিত্র (Cadastral Map) বলতে কী বোঝো

মৌজা বা ক্যাডাস্ট্রাল মানচিত্র (Cadastral Map) বলতে কী বোঝো
মৌজা বা ক্যাডাস্ট্রাল মানচিত্র (Cadastral Map) বলতে কী বোঝো?
শব্দের উৎস: ফরাসি শব্দ ‘ক্যাডাস্টা’ (Cadastre) থেকে ‘ক্যাডাস্ট্রাল’ কথাটি এসেছে। ক্যাডাস্ট্রা-এর অর্থ হল কোনো একটি অঞ্চলের সম্পত্তির নথিভুক্তকরণ (Register of the Territorial Property)।

সংজ্ঞা: প্রধানত ভূমির দাগ নম্বর অনুযায়ী যে মানচিত্র প্রস্তুত করা হয়, তাকে মৌজা বা ক্যাডাস্ট্রাল মানচিত্র বলে।

বৈশিষ্ট্য: 

  • মৌজা মানচিত্রে দেশের সমস্ত জমির আইনি নথিভুক্তকরণ করা হয় যাতে সরকারের রাজস্ব, খাজনা আদায়ে সুবিধা হয়।
  • এই মানচিত্র বড়ো স্কেলে অঙ্কন করা হয় বলে যে-কোনো জমির পুঙ্খানুপুঙ্খ পরিমাপ করা সম্ভব হয়। 
  • শহরাঞ্চলে প্রতিটি বাড়ির নকশা (Plan) এই মানচিত্রে দেখানো হয়। 
  • গ্রাম বা শহরের ভূমি ব্যবহার মানচিত্র প্রস্তুতিতে মৌজা মানচিত্র খুবই উপযোগী। 
  • ভারতে এই মানচিত্র 16 ইঞ্চিতে 1 মাইল এরূপ বড়ো স্কেলে সাধারণত অঙ্কন করা হয়।

Leave a Comment