রাষ্ট্রচিন্তাবিদ পলিবিয়াসের সংক্ষিপ্ত পরিচয় দাও

রাষ্ট্রচিন্তাবিদ পলিবিয়াসের সংক্ষিপ্ত পরিচয় দাও

পলিবিয়াসের সংক্ষিপ্ত পরিচয়

রোমক চিন্তার অন্যতম প্রবক্তা এবং বিশিষ্ট গ্রিক বুদ্ধিজীবী পলিবিয়াস (Polybius, আনুমানিক খ্রিস্টপূর্ব ২০৪-১২২ অব্দ) প্রথম রোমের রাষ্ট্রব্যব্যস্থা ও সরকারের রাজনীতির গতিপ্রকৃতি নিয়ে আলোচনা করেন। স্টোয়িক দর্শনের পথিকৃৎ পলিবিয়াস গ্রিসে তাঁর দর্শনচর্চা শুরু করেন। পরবর্তীকালে গ্রিস রোমের সাম্রাজ্যভুক্ত হলে একজন যুদ্ধবন্দি হিসেবে তাঁকে রোমে আনা হয়।

পূর্ব জীবন

খ্রিস্টপূর্ব ২০৪ অব্দে গ্রিসের আর্কাডিয়ায় (Arcadia) জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি গ্রিসে মানুষ হন ও পরবর্তীতে সেনাবাহিনীর কাজে যুক্ত হন। সাহিত্য, ইতিহাস, দর্শনে ছিল তাঁর অগাধ পান্ডিত্য। খ্রিস্টপূর্ব ২০০-১৪৬ অব্দের মধ্যে গ্রিক নগররাষ্ট্রগুলি রোমানদের কর্তৃত্বে এসে যায়। এই পর্বে বহু গ্রিক নাগরিক বন্দি হন রোমানদের হাতে- বিশিষ্ট গ্রিক ঐতিহাসিক তথা দার্শনিক পলিবিয়াস ছিলেন তাদের মধ্যে অন্যতম। এভাবে গ্রিসের অধিবাসী পলিবিয়াস যুদ্ধবন্দি হিসেবে নির্বাসিত হন রোমে।

গ্রন্থ রচনা

পলিবিয়াস যুদ্ধবন্দি হিসেবে রোমে এলেও বন্দিদশায় জীবন কাটাননি। এখানে থাকাকালীন পলিবিয়াসের সঙ্গে সেখানকার বুদ্ধিজীবী ও সামরিক নেতাদের পরিচয় ঘটে। রোমে এসেই পলিবিয়াস – রাষ্ট্রনীতি বিষয়ে গবেষণা চালানোর সুযোগ পান। রোম সরকারের আনুকূল্যে পলিবিয়াসের গ্রিস, ইটালি ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের নানা দেশ পরিভ্রমণের সুযোগ ঘটে। এখানে বসবাসকালীনই সেখানকার রাষ্ট্রব্যবস্থা এবং সংবিধানের সঙ্গে তিনি পরিচিত হওয়ার সুযোগ লাভ করেন। বিভিন্ন দেশ ভ্রমণের অভিজ্ঞতার ভিত্তিতে পলিবিয়াস রোমের জনজীবন ও রাষ্ট্রনীতি সম্পর্কে রচনা করেন বিখ্যাত গ্রন্থ হিস্ট্রি অফ রোম (History of Rome)।

রাষ্ট্রতন্ত্রের মূলকথা

পলিবিয়াস প্লেটো এবং অ্যারিস্টটলের রাষ্ট্রদর্শনের দ্বারা কিছুটা প্রভাবিত হয়ে তাঁর রাজনৈতিক তত্ত্ব উপস্থাপন করেন। রোমের শ্রেষ্ঠত্বের কথা ব্যাখ্যা করতে গিয়ে তিনি কেবল ঐতিহাসিক বর্ণনার মধ্যেই তাঁর লেখাকে সীমাবদ্ধ রাখেননি। তিনি উপস্থাপন করেছেন রাষ্ট্রশাসন এবং রাষ্ট্র ব্যবস্থার উৎপত্তি সংক্রান্ত কিছু তত্ত্বও। তাছাড়া সরকারের বিভিন্ন ধরন ও রাজনৈতিক পরিবর্তন সংক্রান্ত এক স্বাভাবিক আবর্তনের তত্ত্ব উপস্থাপনের ক্ষেত্রে পলিবিয়াসের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন – কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কী ছিল

Leave a Comment