রাষ্ট্রচিন্তায় সিসেরোর অবদান সম্পর্কে লেখো

রাষ্ট্রচিন্তায় সিসেরোর অবদান সম্পর্কে লেখো

রাষ্ট্রচিন্তায় সিসেরোর অবদান

প্রাচীন রোমে মার্কাস টুল্লিয়াস সিসেরো আইন ও রাষ্ট্রনীতি চর্চায় বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। তাঁর রাষ্ট্রদর্শন নানাভাবে সমালোচিত হলেও রাষ্ট্রচিন্তার জগতে সিসেরোর অবদানকে অস্বীকার করা যায় না।

(i) রাষ্ট্র সমবায় বা কমনওয়েলথের ধারণা: বহু শতাব্দী পূর্বে সিসেরো রাষ্ট্র সমবায় গঠনের ধারণা প্রদান করেছিলেন। তাঁর এই ধারণা আধুনিক যুগে জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান রূপ লাভ করেছে বলে মনে করা হয়।

(ii) রোমে প্রাকৃতিক আইনের ধারণা: গ্রিসের প্রাকৃতিক আইনের ধারণাটিকে রোমের রাষ্ট্রনীতিতে প্রতিফলিত করতে সচেষ্ট হয়েছিলেন সিসেরো। মূলত বিশ্ব সাম্রাজ্যের আইন হিসেবে তিনি প্রাকৃতিক আইনের ধারণাটিকে উপস্থাপিত করতে চেয়েছিলেন। তাঁর ন্যায়বিচার সংক্রান্ত ধারণা ও প্রাকৃতিক সাম্যের নীতি রোমান আইন রচনায় প্রভাব বিস্তার করেছিল। তাছাড়া গ্রিক রাষ্ট্রচিন্তার সদ্‌গুণগুলিকে নিয়ে আদর্শ রোমান রাষ্ট্র গঠনের যে চিন্তাভাবনা সিসেরো করেছিলেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

(iii) জনগণের সম্মতি ও স্বাধীনতার প্রতি গুরুত্ব: জনগণের সম্মতি ও স্বাধীনতার উপর গুরুত্ব প্রদান করে সিসেরো বলেন যে, স্বাধীনতার চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। তিনি বলেন যে, সকল নাগরিককে স্বাধীনতা দেওয়া প্রয়োজন। জনগণের সম্মতি বৈধ সরকারের একমাত্র ভিত্তি হওয়া উচিত।

(iv) ম্যাক্সির অভিমত: রোমের রাষ্ট্রচিন্তার জগতে সিসেরোর অবদান পর্যালোচনা করতে গিয়ে অধ্যাপক ম্যাক্সি (Maxey) মনে করেন যে, তাঁর রাষ্ট্রচিন্তায় মৌলিকতা না থাকলেও তিনি রাষ্ট্রদর্শনের বিভিন্ন বিষয়কে অমরত্ব দান করেছেন, যা তাঁর পূর্বসূরিরা পারেননি।

মূল্যায়ন: রোমান রাষ্ট্রচিন্তা বিষয়ে সিসেরোর অবদান তাঁকে অমরত্ব দান করেছে। রাষ্ট্র ও আইন সম্পর্কিত তাঁর মতবাদ ও আদর্শসমূহ পরবর্তীকালের বহু চিন্তাবিদকে প্রেরণা দান করেছিল। মন্তেঙ্কু এবং তাঁর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপরেও সিসেরোর চিন্তার প্রভাব পড়তে দেখা যায়। তাই একথা বলাই যায় যে, সিসেরোর রাষ্ট্রচিন্তা আধুনিক রাষ্ট্রব্যবস্থার ইতিহাসে এক দিকনির্দেশক হিসেবে প্রাসঙ্গিকতা অর্জনে সক্ষম হয়েছে।

আরও পড়ুন – ১। প্লেটোর আদর্শ রাষ্ট্রের সীমাবদ্ধতাগুলি সংক্ষেপে আলোচনা করো

২। প্লেটোর সাম্যবাদী তত্ত্বের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো

৩। রাষ্ট্রচিন্তার জগতে প্লেটোর অবদান সংক্ষেপে আলোচনা করো

৪। অ্যারিস্টটলের ধারণায় রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি কী কী ছিল

৫। সরকারের শ্রেণিবিভাজন সম্পর্কে অ্যারিস্টটলের অভিমত আলোচনা করো

৬। রাষ্ট্রচিন্তার বিকাশে অ্যারিস্টটলের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো

৭। গ্রিক রাষ্ট্রচিন্তার গুরুত্ব আলোচনা করো

৮। এপিকিউরীয় ও সিনিক রাষ্ট্রদর্শনের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো

৯। টাকা লেখো- দ্বাদশ সারণী

১০। রোমান আইনতত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো

১১। রাষ্ট্রচিন্তাবিদ পলিবিয়াসের সংক্ষিপ্ত পরিচয় দাও

১২। সিসেরোর পরিচয় সংক্ষেপে আলোচনা করো

১৩। আদর্শ রাষ্ট্র ও সাম্যনীতি প্রসঙ্গে সিসেরোর অভিমত উল্লেখ করো

১৪। রাষ্ট্রে ন্যায়ের প্রতিষ্ঠা সম্পর্কে সিসেরোর অভিমত সংক্ষেপে আলোচনা করো

Leave a Comment