রুশোর রাষ্ট্রচিন্তা সম্পর্কে টীকা লেখো

রুশোর রাষ্ট্রচিন্তা সম্পর্কে টীকা লেখো

রুশোর রাষ্ট্রচিন্তা সম্পর্কে টীকা লেখো
রুশোর রাষ্ট্রচিন্তা সম্পর্কে টীকা লেখো

ভূমিকা

অষ্টাদশ শতকে ফ্রান্স তথা ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ও রাষ্ট্রচিন্তাবিদ হলেন জ্যাঁ জ্যাকুইস রুশো (১৭১২-১৭৭৮ খ্রিস্টাব্দ)। ফরাসি বিপ্লবের (১৭৮৯ খ্রিস্টাব্দ) প্রাক্কালে তাঁর রাষ্ট্রচিন্তা সম্পর্কিত মতবাদ ফ্রান্সে এক ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে তাঁর কালজয়ী গ্রন্থটি হল ‘সোশ্যাল কনট্রাক্ট’ (Social Contract) বা সামাজিক চুক্তি। এ ছাড়াও ‘অরিজিন অফ ইনইক্যুয়ালিটি’ সহ আরও অন্যান্য গ্রন্থে তাঁর রাষ্ট্রদর্শনের পরিচয় পাওয়া যায়।

(1) রুশোর রাষ্ট্রচিন্তা

রুশোর রাষ্ট্রতত্ত্বের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বা দিক হল-প্রকৃতির রাজ্য (State of Nature), সামাজিক চুক্তি (Social Contract) এবং সাধারণ ইচ্ছা (General Will)

(1) প্রকৃতির রাজ্য: রুশোর মতে, প্রকৃতির রাজ্যে মানুষ ছিল স্বাধীন, সৎ ও সুখী। সেখানে মানুষদের মধ্যে এক সুমধুর সম্পর্ক ও সুখ-শান্তি ছিল বিরাজমান। কিন্তু সমাজ ও সভ্যতার শৃঙ্খলা তাকে পরাধীন করেছে। তাই মানুষ চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠনে তৎপর হয়েছে। রুশো বলেছেন- “মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু সর্বত্র সে শৃঙ্খলাবদ্ধ হয়ে পড়ে।” (Man is born free but everywhere he is in chains) |

(2) সামাজিক চুক্তি: ১৭৬২ খ্রিস্টাব্দে রুশোর বিখ্যাত গ্রন্থ সামাজিক চুক্তি বা সোশ্যাল কনট্রাক্ট প্রকাশিত হলে সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়। এই চুক্তিটি গড়ে উঠেছিল সমাজের মানুষের নিজেদের মধ্যে থেকেই, অর্থাৎ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের। সামাজিক চুক্তি অনুসারে সরকার জনগণের ইচ্ছাপূরণে দায়বদ্ধ। কিন্তু সরকার সেই দায়দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ তাকে ক্ষমতাচ্যুত করতে পারে। রুশো সামাজিক সাম্য ও রাজনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রত্যক্ষ গণতন্ত্রকেই আদর্শ ব্যবস্থা বলে মনে করেন।

(3) সাধারণ ইচ্ছা: যে ইচ্ছার মধ্যে সাধারণের মঙ্গল নিহিত তারই সমন্বয়ে গড়ে ওঠে সাধারণের ইচ্ছা। রুশোর মতে, মানুষের ইচ্ছা সাধারণত দুই ধরনের-একটি হল প্রকৃত ইচ্ছা, আর অন্যটি হল বাস্তব ইচ্ছা। রুশো বলেছেন-“রাষ্ট্র হল জনসাধারণের ইচ্ছার প্রতিফলন।”

মূল্যায়ন

সবশেষে বলা যায় যে, রুশো হলেন একজন প্রখ্যাত জ্ঞানদীপ্ত দার্শনিক ও রাষ্ট্রচিন্তাবিদ। তাঁর সাধারণ ইচ্ছার তত্ত্ব এবং বিপ্লব, গণতন্ত্র সম্পর্কে ধারণা আধুনিক রাষ্ট্রচিন্তাবিদদের গভীরভাবে প্রভাবিত করেছে।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment