![]() |
রৈখিক স্কেলের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। |
রৈখিক স্কেলের সুবিধাসমূহ
- মানচিত্র পাঠকরা সহজেই রেখার মাপের সঙ্গে মানচিত্রের তুলনা করে বাস্তব দূরত্ব সম্পর্কে ধারণা লাভ করেন।
- মানচিত্রের ক্ষুদ্র দূরত্বও সহজে গৌণ বিভাগের দ্বারা নির্ণয় ও প্রকাশ করা যায়।
- মানচিত্রের স্কেল ও ক্ষেত্রফলের মধ্যে সামঞ্জস্য বজায় থাকে।
- মানচিত্র বড়ো বা ছোটো হলে এই স্কেলও বড়ো বা ছোটো হয়।
- এই স্কেল বোঝা ও অঙ্কন সকলের পক্ষে সুবিধাজনক।
রৈখিক স্কেলের অসুবিধাসমূহ
- এই স্কেল অঙ্কন করতে জটিল গাণিতিক সমস্যা সমাধানের প্রয়োজন হয়।
- পৃথিবীর বিভিন্ন দেশে দৈর্ঘ্যের বিভিন্ন একক ব্যবহার করা হয় বলে কোনো নির্দিষ্ট এককে প্রকাশিত স্কেলটি সেই দেশের লোকেরাই বুঝতে পারবে যারা দৈর্ঘ্যের ওই এককটি ব্যবহার করে। অন্যদের কাছে এটি বুঝতে সমস্যা সৃষ্টি করবে।
- মুখ্য বিভাগের সঙ্গে গৌণ বিভাগের সঠিক সম্পর্ক নির্ণয় করতে হয় যা সকলের পক্ষে বোঝা কঠিন।