রোমান রাষ্ট্রচিন্তার গুরুত্ব আলোচনা করো
রোমান রাষ্ট্রচিন্তার গুরুত্ব
রাষ্ট্রচিন্তার ইতিহাসে রোমান রাষ্ট্রচিন্তার গুরুত্ব বা তাৎপর্য বহুবিধ।
(i) আইনের ধারণা প্রচার: আধুনিক আইনশাস্ত্রের ভিত্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে রোমের অবদান অবিস্মরণীয়। রোমান চিন্তাবিদগণই রাষ্ট্রীয় শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থা বজায় রাখার স্বার্থে আইনকানুনকে প্রধান হাতিয়াররূপে গণ্য করে আইন বিষয়ে এক সুস্পষ্ট মতামত পেশ করেন, যা ছিল নিঃসন্দেহে অভিনব। তাছাড়া রোমান রাষ্ট্রচিন্তার গুরুত্বপূর্ণ দিক ছিল আইনের সঙ্গে সাম্য-স্বাধীনতা-মানবিকতার ধারণার সংযুক্তি ঘটানো।
(ii) পরিপূর্ণতা লাভ: রোমান রাষ্ট্রচিন্তা বহুলাংশে গ্রিক রাষ্ট্রচিন্তাবিদদের দ্বারা প্রভাবিত ছিল গ্রিক দার্শনিকদের গণতন্ত্র ও স্বাধীনতার সঙ্গে রোমান আইনতত্ত্ব যুক্ত হওয়ায় রাষ্ট্রচিন্তা পরিপূর্ণতা লাভ করেছে বলে মনে করা হয়।
(iii) মিশ্র শাসন এবং ক্ষমতা ও ভারসাম্য নীতি: মিশ্র শাসনব্যবস্থা এবং ‘ক্ষমতা ও ভারসাম্য’ নীতির দ্বারা রোমান রাষ্ট্রচিন্তাবিদরা আধুনিক যুগের রাষ্ট্রচিন্তাকে গভীরভাবে প্রভাবিত করেছেন। তাছাড়া বিশ্বভ্রাতৃত্ব বোধের ধারণা এবং সর্বজনীন নাগরিকত্বের ধারণাকে মূর্ত ও বাস্তব রূপদান করেছেন রোমানরা।
আরও পড়ুন – ১। প্লেটোর আদর্শ রাষ্ট্রের সীমাবদ্ধতাগুলি সংক্ষেপে আলোচনা করো
২। প্লেটোর সাম্যবাদী তত্ত্বের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো
৩। রাষ্ট্রচিন্তার জগতে প্লেটোর অবদান সংক্ষেপে আলোচনা করো
৪। অ্যারিস্টটলের ধারণায় রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি কী কী ছিল
৫। সরকারের শ্রেণিবিভাজন সম্পর্কে অ্যারিস্টটলের অভিমত আলোচনা করো
৬। রাষ্ট্রচিন্তার বিকাশে অ্যারিস্টটলের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো
৭। গ্রিক রাষ্ট্রচিন্তার গুরুত্ব আলোচনা করো
৮। এপিকিউরীয় ও সিনিক রাষ্ট্রদর্শনের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো
১০। রোমান আইনতত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো
১১। রাষ্ট্রচিন্তাবিদ পলিবিয়াসের সংক্ষিপ্ত পরিচয় দাও
১২। সিসেরোর পরিচয় সংক্ষেপে আলোচনা করো
১৩। আদর্শ রাষ্ট্র ও সাম্যনীতি প্রসঙ্গে সিসেরোর অভিমত উল্লেখ করো
১৪। রাষ্ট্রে ন্যায়ের প্রতিষ্ঠা সম্পর্কে সিসেরোর অভিমত সংক্ষেপে আলোচনা করো
১৫। রাষ্ট্রচিন্তায় সিসেরোর অবদান সম্পর্কে লেখো
১৬। সেনেকা কে ছিলেন