শান্তিদেব ঘোষ কে ছিলেন? রবীন্দ্রসংগীতে তাঁর অবদান আলোচনা করো

রবীন্দ্রসংগীতে শান্তিদেব ঘোষের অবদান

শান্তিদেব ঘোষ শান্তিনিকেতনের আশ্রমিক ছিলেন। কৈশোরে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গান শিখতে শুরু করেন। রবীন্দ্রনাথের উৎসাহেই তিনি কবির লেখা গীতিনাট্য, নৃত্যনাট্য ও নাটকে গান, নাচ ও অভিনয় করতে শুরু করেন। শান্তিনিকেতনের দীর্ঘজীবনে তিনি বহু ছাত্রছাত্রীকে গান শিখিয়েছেন। রবীন্দ্রসংগীতের জগতে তিনি প্রবাদপ্রতিম শিল্পী হয়ে ওঠেন। রবীন্দ্রনাথের কয়েকটি কবিতায় তিনি ধ্রুবপদের পুনরুল্লেখ ছাড়াই এক বিশেষ সুরে অমায়িকভাবে সেগুলিকে গান করে গেয়ে শোনাতেন-এর মধ্যে ‘কৃষ্ণকলি’ গানটি উল্লেখযোগ্য। শান্তিদেব ঘোষ রবীন্দ্রসংগীতের এক খ্যাতনামা বিশারদও ছিলেন। যুক্তরাষ্ট্র, জাপান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সোভিয়েত রাশিয়া প্রভৃতি দেশ ভ্রমণ করে তিনি সেইসকল দেশে রবীন্দ্রসংগীতের প্রচার করেন। রবীন্দ্রসংগীতের ধারায়, রবীন্দ্রসংগীতজ্ঞ শান্তিদেব ঘোষের অবদান অনস্বীকার্য। তাঁর ‘রবীন্দ্রসঙ্গীত’ বইটিও রবীন্দ্রগানের নানান দিকের সঙ্গে আমাদের পরিচয় করায়।

Leave a Comment