আলোচ্য অংশটি গণনাট্যের পথিকৃৎ নাট্যকার বিজন ভট্টাচার্যের ‘আগুন’ নামক একঙ্ক নাটক থেকে গৃহীত।
আলোচ্য বক্তব্যটি ‘আগুন’ নাটকের তৃতীয় দৃশ্যে কারখানার শ্রমিক, খেটে খাওয়া হতদরিদ্র মানুষের প্রতিনিধি সতীশ তার প্রতিবেশী এবং সহকর্মী জুড়োনকে বলেছে।
বাংলার কৃত্রিম খাদ্যসংকটের সময় সাধারণ কৃষক-শ্রমিক-মধ্যবিত্ত মানুষের বেঁচে থাকা এক চরম সমস্যাপূর্ণ হয়ে উঠেছিল। কঠোর পরিশ্রম করে সামান্য অর্থ উপার্জন করেও খাদ্য তথা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করতে তাদের জীবনে নাভিশ্বাস উঠেছিল। রেশনের দীর্ঘ লাইনে খাদ্যের আশায় দাঁড়িয়েও অনেক সময় খাদ্য না পাওয়ার যন্ত্রণা ও ভীতিতে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। দিন আনা দিন খাওয়া শ্রমজীবী মানুষগুলি খাদ্যের অভাব, অনিশ্চিত জীবনের হতাশায় তাদের জীবন থেকে সুস্থ মানবিক গুণগুলিও প্রায় হারিয়ে ফেলছিল। তাই এই হতাশা, ভীতি ও অনিশ্চয়তা থেকে সতীশ তার প্রতিবেশী সহকর্মীকে এ কথা বলেছে।