শাসনব্যবস্থার ধারণা : তুলনামূলক পাঠ MCQ | XI History 1st Semester WBCHSE

শাসনব্যবস্থার ধারণা : তুলনামূলক পাঠ MCQ | XI History 1st Semester WBCHSE

শাসনব্যবস্থার ধারণা : তুলনামূলক পাঠ MCQ
শাসনব্যবস্থার ধারণা : তুলনামূলক পাঠ MCQ

1. খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের মধ্যে গ্রিসে অনেকগুলি ছোটো ছোটো রাষ্ট্রের উদ্ভব হয়েছিল, যেগুলি ছিল স্বাধীন, সার্বভৌম ও প্রায় স্বয়ংসম্পূর্ণ-এই ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে গ্রিক ভাষায় বলা হত-

(ক) জনগণ

(খ) পলিস

(গ) সংঘ

(ঘ) মহাজনপদ।

2. মানুষ হল এক ধরনের প্রাণী যারা পলিসে বসবাস করে, এ কথা বলেছেন-

(ক) থুকিডিডিস

(গ) প্লেটো

(খ) হেরোডোটাস

(ঘ) অ্যারিস্টটল।

3. প্লেটোর মতে, আদর্শ পলিসের জনসংখ্যা হবে-

(ক) ১০,০০০

(খ) ২০,০০০

(গ) ৪,০০০

(ঘ) ৫,০০০।

4. পেলোপনেসীয় যুদ্ধ কাদের মধ্যে চলেছিল?

(ক) স্পার্টা ও থিবস

(খ) এথেন্স ও স্পার্টা

(গ) এথেন্স ও করিন্থ

(ঘ) করিন্থ ও থিবস।

5. এথেন্সের শাসনকাঠামো ছিল-

(ক) রাজতান্ত্রিক

(খ) প্রজাতান্ত্রিক

(গ) অভিজাততান্ত্রিক

(ঘ) গণতান্ত্রিক।

6. এথেন্সে ম্যাজিস্ট্রেটরা যে নামে পরিচিত ছিল-

(ক) আরকন

(খ) ইফর

(গ) গেরুসিয়া

(ঘ) একলেসিয়া।

7. আইন বিশেষজ্ঞ সোলন ছিলেন-

(ক) চিনের

(খ) ভারতের

(গ) এথেন্সের

(ঘ) মিশরের।

8. অ্যাগোরা শব্দের অর্থ হল-

(ক) জনগণ

(খ) কর্মকেন্দ্র

(গ) জনগণের মিলনস্থল

(ঘ) অধিবাসী।

9. এথেন্সে বিদেশিরা কী নামে পরিচিত ছিল?

(ক) ভার্নি

(খ) মেটিক

(গ) হেলট

(ঘ) মেট্রিকা।

10. স্পার্টার স্বাধীন নাগরিকদের বলা হত-

(ক) পেরিওকয়

(খ) হেলট

(গ) স্পার্টিয়েট

(ঘ) মেটিক।

11. গ্রিক পলিসে যুদ্ধের দেবী ছিলেন-

(ক) এথেনা

(খ) হ্যাডেস

(গ) জিউস

(ঘ) ডিমিটার।

12. অলিম্পিক খেলা প্রথম কখন শুরু হয়েছিল?

(ক) খ্রিস্টপূর্ব ৭৭৬ অব্দে

(খ) খ্রিস্টপূর্ব ৬৭৬ অব্দে

(গ) খ্রিস্টপূর্ব ৭০০ অব্দে

(ঘ) খ্রিস্টপূর্ব ৮৬৭ অব্দে।

13. কোন্ যুগে ‘রাজন’ থেকে ‘রাজা’-র ধারণার উৎপত্তির কথা বলা হয়েছে?

(ক) পরবর্তী বৈদিক যুগে

(খ) ঋকবৈদিক যুগে

(গ) মৌর্য যুগে

(ঘ) গুপ্ত যুগে।

14. রামায়ণে কতগুলি জনপদের উল্লেখ রয়েছে?

(ক) ১৬টি

(খ) ১৮টি

(গ) ২৫টি

(ঘ) ২৭টি।

15. মহাজনপদগুলির উত্থান হয়

(ক) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে

(খ) খ্রিস্টপূর্ব সপ্তম শতকে

(গ) খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে

(ঘ) খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে।

16. পাটলিপুত্র রাজধানী ছিল-

(ক) অবন্তীর

(খ) কোশলের

(গ) বৃজির

(ঘ) মগধের।

17. প্রাচীন ভারতে কখন ‘দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল?

(ক) খ্রিস্টপূর্ব প্রথম শতকে

(খ) খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে

(গ) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে

(ঘ) খ্রিস্টীয় ষষ্ঠ শতকে।

18. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ষোড়শ মহাজনপদগুলির মধ্যে চারটি সবথেকে শক্তিশালী মহাজনপদ কী কী ছিল?

(ক) কাশী, কোশল, অঙ্গ এবং মগধ

(খ) বৃজি, মল্ল, চেদি এবং বৎস

(গ) মগধ, কোশল, অশ্মক এবং বৎস

(ঘ) মগধ, কোশল, অবন্তী এবং বৎস।

19. অজাতশত্রু কোন্ উপাধি লাভ করেছিলেন?

(ক) কুনিক

(খ) কৌনিক

(গ) শ্রেণিক

(ঘ) উগ্রসেন।

20. উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন-

(ক) অজাতশত্রু

(খ) মহাপদ্মনন্দ

(গ) বিম্বিসার

(ঘ) চন্দ্রগুপ্ত মৌর্য।

21. সম্ভবত পৃথিবীর প্রথম সাম্রাজ্য কোন্টি?

(ক) মৌর্য

(খ) অ্যাকামিনীয়

(গ) মিশরীয়

(ঘ) আক্কাদীয়।

22. ইন্ডিকা’-র রচয়িতা ছিলেন-

(ক) মেগাস্থিনিস

(খ) কৌটিল্য

(গ) চন্দ্রগুপ্ত মৌর্য

(ঘ) সেলুকাস।

23. ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন-

(ক) বিম্বিসার

(খ) অজাতশত্রু

(গ) চন্দ্রগুপ্ত মৌর্য

(ঘ) অশোক।

24. গ্রিকরা চন্দ্রগুপ্তকে কী নামে অভিহিত করতেন?

(ক) স্যান্ড্রোকোট্টাস

(খ) ক্ষত্রিয়

(গ) সফল নৃপতি

(ঘ) ক্যান্ড্রোকোট্টাস।

25. দেবানাং পিয় পিয়দসি’ কার উপাধি?

(ক) অশোক

(গ) চন্দ্রগুপ্ত মৌর্য

26. সবে মুনিষে পজা মমা’- উক্তিটি কোন্ সম্রাটের?

(ক) চন্দ্রগুপ্ত মৌর্যের

(খ) অশোকের

(গ) কনিষ্কের

(ঘ) বিন্দুসারের।

27. কার রাজত্বকালে তৃতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল?

(ক) অজাতশত্রু

(খ) কালাশোক

(গ) অশোক

(ঘ) কনিষ্ক।

28. কে সর্বপ্রথম ঐক্যবদ্ধ ও শক্তিশালী ম্যাসিডনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন?

(ক) প্রথম আলেকজান্ডার

(খ) দ্বিতীয় ফিলিপ

(গ) তৃতীয় অ্যামিনটাস

(ঘ) তৃতীয় আলেকজান্ডার।

29. চেরোনিয়ার যুদ্ধে (৩৩৮ খ্রিস্টপূর্বাব্দ) পরাজিত হয়েছিল-

(ক) দ্বিতীয় ফিলিপ

(খ) তৃতীয় আলেকজান্ডার

(গ) গ্রিক নগররাষ্ট্র জোট

(ঘ) প্রথম ফিলিপ।

30. আলেকজান্ডারের রাজধানীর নাম ছিল –

(ক) থিবস

(খ) করিখ

(গ) ম্যাসিডন

(ঘ) এথেন্স।

31. গ্রিকবীর আলেকজান্ডার ভারত অভিমুখে অগ্রসর হন –

(ক) ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে

(খ) ৩২৫ খ্রিস্টপূর্বাব্দে

(গ) ৩২৭ খ্রিস্টপূর্বাব্দে

(ঘ) ৩৩০ খ্রিস্টপূর্বাব্দে।

32. ‘অ্যাস্ট্রোল্যাব যন্ত্র’ আবিষ্কার করেন প্রখ্যাত জ্যোতির্বিদ

(ক) অ্যারিস্টারকাস

(খ) হিপার্কাস

(গ) আর্কিমিডিস

(ঘ) ইউক্লিড।

33. চোল শাসনের সূচনা করেছিলেন কে?

(ক) বিজয়ালয়

(খ) প্রথম রাজরাজ

(গ) প্রথম রাজেন্দ্র চোল

(ঘ) প্রথম পরান্তক।

34. কোন্ রাজবংশের রাজত্বকে ‘দক্ষিণ ভারতের স্বর্ণযুগ হিসেবে গণ্য করা হয়?

(ক) পাণ্ড্য

(খ) পল্লব

(গ) চোল

(ঘ) বিজয়নগর।

35. ‘বিষ্টি’ বলতে বোঝায়-

(ক) অনবরত কর্ম

(খ) বেগার খাটার রীতি

(গ) অতিরিক্ত পরিশ্রম

(ঘ) অনবরত কর প্রদান।

36. চোল শাসনব্যবস্থায় প্রতিটি প্রদেশ বিভক্ত ছিল কী নামে?

(ক) নাড়ু

(খ) কুররম

(গ) বলনাডু

(ঘ) মণ্ডলম।

37. চোল শাসনব্যবস্থায় ব্রাহ্মণদের দান করা গ্রাম বা গ্রামের ব্রাহ্মণদের নিয়ে গড়ে উঠত-

(ক) সভা

(খ) উর

(গ) নগরম্

(ঘ) নাড়ু।

38. চোল শাসনব্যবস্থায় ব্যাবসাবাণিজ্য তদারকির জন্য বণিকদের নিয়ে তৈরি হত-

(ক) উর

(খ) নগরম্

(গ) সভা

(ঘ) নাড়ু।

39. ‘রোম’ নগরটির নামকরণ হয় কোন্ সম্রাটের নামানুসারে?

(ক) রেমাস

(খ) রোমুলাস

(গ) রমিউস

(ঘ) রোমিলা।

40. কার নেতৃত্বে ৭৩ খ্রিস্টপূর্বাব্দে বোমের সবচেয়ে বড়ো দাস বিদ্রোহ সংঘটিত হয়?

(ক) স্পার্টাকাস

(গ) স্প্যার্টিকাস

(খ) এটুস্ক্যান

(ঘ) এ্যাটিকান।

41. ‘আমি এলাম, আমি দেখলাম, আমি জয় করলাম-উক্তিটি কার?

(ক) আলেকজান্ডার

(খ) দ্বিতীয় ফিলিপ

(গ) জুলিয়াস সিজার

(ঘ) সুলেমান।

42. দার্শনিক সম্রাট’ বলা হয়-

(ক) ক্যালিগুলাকে

(খ) টাইবেরিয়াসকে

(গ) মার্কাস অরেলিয়াসকে

(ঘ) টাইটাসকে।

43. রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্মরূপে স্বীকৃতি দান করেন-

(ক) কনস্ট্যানটাইন

(খ) জুলিয়াস সিজার

(গ) অগাস্টাস

(ঘ) দ্বিতীয় ফিলিপ।

44. রোমে সবচেয়ে বড়ো অ্যাম্ফিথিয়েটারের নাম-

(ক) কলোসিয়াম

(গ) ফ্লেভিয়ান

(খ) অ্যাগোরা

(ঘ) প্যাট্রিসিয়ান।

45. বোমে অ্যাম্ফিথিয়েটারে হিংস্র পশুর সঙ্গে যেসব দাস যোদ্ধারা লড়াই করত, তাদের কী বলা হত?

(ক) প্যাট্রিসিয়ান

(খ) গ্ল্যাডিয়েটর

(গ) প্লেবিয়ান

(ঘ) লুসিয়াস।

46. কনস্ট্যান্টিনোপল রাজধানী ছিল-

(ক) পূর্ব রোমান সাম্রাজ্য-এর

(খ) উত্তর রোমান সাম্রাজ্য-এর

(গ) পশ্চিম রোমান সাম্রাজ্য-এর

(ঘ) দক্ষিণ রোমান সাম্রাজ্য-এর।

47. কবে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল?

(ক) ৪৭৬ খ্রিস্টাব্দে

(খ) ৪৮০ খ্রিস্টাব্দে

(গ) ৮৭৬ খ্রিস্টাব্দে

(ঘ) ৮৫০ খ্রিস্টাব্দে।

48. পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল-

(ক) ১৪০০ খ্রিস্টাব্দে

(খ) ১৪৫৩ খ্রিস্টাব্দে

(গ) ১৪৫০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৫০০ খ্রিস্টাব্দে।

49. গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন-

(ক) শ্রীগুপ্ত

(খ) স্কন্দগুপ্ত

(গ) কুমারগুপ্ত

(ঘ) জীবগুপ্ত।

50. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?

(ক) রবিকীর্তি

(খ) হরিষেণ

(গ) চন্দ্রবর্মন

(ঘ) অচ্যুত।

51. গ্রহণ-পরিমোক্ষ-অনুগ্রহ নীতি’ কে গ্রহণ করেন?

(ক) প্রথম চন্দ্রগুপ্ত

(খ) স্কন্দগুপ্ত

(গ) সমুদ্রগুপ্ত

(ঘ) শ্রীগুপ্ত।

52. কোন্ গুপ্ত সম্রাট ‘শকারি’ উপাধি গ্রহণ করেন?

(ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

(খ) প্রথম চন্দ্রগুপ্ত

(গ) সমুদ্রগুপ্ত

(ঘ) শ্রীগুপ্ত।

53. কাকে ‘ভারতের রক্ষাকর্তা’ বলা হয়?

(ক) সমুদ্রগুপ্ত

(খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

(গ) প্রথম চন্দ্রগুপ্ত

(ঘ) স্কন্দগুপ্ত।

54. গুপ্ত যুগে প্রাদেশিক স্তরে বৃহত্তর প্রশাসনিক একককে বলা হত-

(ক) দেশ বা ভুক্তি

(খ) গ্রাম

(গ) জেলা

(ঘ) প্রদেশ।

55. নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন-

(ক) প্রথম কুমারগুপ্ত

(খ) দ্বিতীয় কুমারগুপ্ত

(গ) সমুদ্রগুপ্ত

(ঘ) স্কন্দগুপ্ত।

56. আর্যভট্ট ও বরাহমিহির ছিলেন-

(ক) মৌর্য যুগের

(খ) গুপ্ত যুগের

(গ) পাল যুগের

(ঘ) সেন যুগের।

57. ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন-

(ক) হুমায়ন

(খ) আকবর

(গ) জহিরউদ্দিন মহম্মদ বাবর

(ঘ) ঔরঙ্গজেব।

58. পানিপতের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

(ক) বাবর ও ইব্রাহিম লোদি

(খ) রাণা সংগ্রাম সিংহ ও বাবর

(গ) শের শাহ ও বাবর

(ঘ) শের শাহ ও হুমায়ুন।

59. দীন-ই-ইলাহি প্রবর্তিত হয়-

(ক) ১৫৮২ খ্রিস্টাব্দে

(খ) ১৫৭৮ খ্রিস্টাব্দে

(গ) ১৫৮০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৫৭৯ খ্রিস্টাব্দে।

60. ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে?

(ক) ১৭০২

(খ) ১৭০৭

(গ) ১৭০৯

(ঘ) ১৭২০।

61. মনসব কথাটির অর্থ কী?

(ক) পদমর্যাদা

(খ) জাট

(গ) সওয়ার

(ঘ) পদ।

62. কোন্ মুঘল সম্রাটকে ‘স্থাপত্যের রাজকুমার’ (Prince Builder) বলা হয়?

(ক) শাহ জাহান

(খ) আকবর

(গ) হুমায়ুন

(ঘ) জাহাঙ্গির।

63. মুঘল আমলে শ্বেত মার্বেল পাথরের গায়ে রত্ন বসিয়ে কারুকার্য করার চল শুরু হয়েছিল। এই শিল্পরীতিকে বলা হয়-

(ক) পিয়েত্রা দুরা

(খ) চিত্রকলা

(গ) পিস্তাক

(ঘ) বাদশাহী রীতি।

64. কার আমলে ক্ষুদ্র চিত্রের (Miniature) উন্নতি ঘটে?

(ক) জাহাঙ্গির

(খ) আকবর

(গ) শাহ জাহান

(ঘ) ঔরঙ্গজেব।

65. কার নাম থেকে ‘অটোমান নামের উৎপত্তি?

(ক) ওরহান

(খ) উসমান

(গ) আজিদ

(ঘ) সুলেমান।

66. অটোমান সাম্রাজ্যের রাজধানীর নাম-

(ক) কাবুল

(খ) বাইজানটাইন

(গ) ইস্তাম্বুল

(ঘ) আনাতোলিয়া।

67. দ্য ম্যাগনিফিসেন্ট (The Magnificent) নামে কোন্ অটোমান সুলতান পরিচিত?

(ক) সুলতান উসমান

(খ) সুলতান সালাদিন

(গ) সুলতান সুলেমান

(ঘ) সুলতান মহম্মদ।

68. অটোমান সাম্রাজ্যে কিছুসংখ্যক ওয়াজির কেবল সুলতানের অধীনে কেন্দ্রীয় প্রশাসনে নিযুক্ত হন। তাঁদের বলা হয়-

(ক) উলেমা

(খ) কাফি

(গ) গ্র্যান্ড ওয়াজির

(ঘ) মুফতি।

69. অটোমান সাম্রাজ্যে জেরিড ছিল-

(ক) হিংস্র পশুদের যুদ্ধ

(খ) বর্শা ছোঁড়ার খেলা

(গ) থিয়েটার

(ঘ) তিরন্দাজি।

70. ১৯২২ খ্রিস্টাব্দের ১ নভেম্বর সর্বশেষ অটোমান সুলতান ষষ্ঠ মহম্মদকে কে সিংহাসনচ্যুত করেন?

(ক) কামাল পাশা

(খ) সুলেমান

(গ) অগাস্টাস সিজার

(ঘ) জুলিয়াস সিজার।

আরও পড়ুন – দর্শন শব্দের অর্থ MCQ

Leave a Comment