“সকাল’বেলাই কাজ পণ্ড করিসনে বউ, এই কয়ে দেলাম” -কোথা থেকে অংশটি গৃহীত হয়েছে? কে, কাকে এ কথা বলেছে? বক্তার এরকম বলার কারণ কী?

আলোচ্য অংশটি প্রখ্যাত গণনাট্যকার বিজন ভট্টাচার্যের একাঙ্ক নাটক ‘আগুন’ থেকে গৃহীত হয়েছে।

আগুন’ নাটকের দ্বিতীয় দৃশ্যে কৃষাণ তার স্ত্রী কৃষাণিকে এই কথাগুলি বলেছে।

পরাধীন ভারতবর্ষে বাংলার কৃত্রিম খাদ্যসংকটের সময় কৃষক-শ্রমিক- মধ্যবিত্ত সমস্ত শ্রেণির মানুষ উদ্ভ্রান্ত। সমগ্র বাংলার আকাশে বাতাসে এক অস্থিরতার পরিবেশ বিরাজমান। সেই সময় মানুষের সুস্থ নিশ্চিন্ত জীবন, আনন্দ-উৎসব, প্রেম-ভালোবাসা বিলীন হয়ে গিয়েছিল। দু-মুঠো খেয়ে, পেটের আগুনের জ্বালা মেটানোই হয়ে উঠেছিল একমাত্র লক্ষ্য। কিন্তু এর মধ্যেও কৃষাণ কৃষাণির দাম্পত্য-প্রেম-ভালোবাসার প্রকাশ ঘটেছে তাদের কথাবার্তা, ক্রিয়াকর্মে। কৃষাণি যদিও কোনো কথা বলেনি তবুও কৃষাণের মুখের প্রতি তার তাকিয়ে থাকার মধ্যে এক নীরব দাম্পত্য প্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে। চোখের চাহনিতে কৃষাণি কৃষাণকে বোঝাতে চেয়েছে, তার প্রেম-ভালোবাসার কথা। তাই কৃষাণ কৃষাণির নীরব প্রেম ভালোবাসার বার্তাকে অনুভব করে এ কথা বলেছে। আসলে অভাব, খাদ্যসংকট যে মানুষের জীবন থেকে প্রেম-ভালোবাসা একেবারে কেড়ে নিতে পারেনি, তার প্রমাণ পাওয়া যায় এই সংলাপের মধ্যে।

Leave a Comment