সাংস্কৃতিক মানচিত্র কাকে বলে ও বিভিন্ন প্রকার সাংস্কৃতিক মানচিত্রের পরিচয়

সাংস্কৃতিক মানচিত্র কাকে বলে ও বিভিন্ন প্রকার সাংস্কৃতিক মানচিত্রের পরিচয়
সাংস্কৃতিক মানচিত্র কাকে বলে ও বিভিন্ন প্রকার সাংস্কৃতিক মানচিত্রের পরিচয়
সাধারণত যে-সকল বিষয়ভিত্তিক মানচিত্রে প্রাকৃতিক বিষয় ব্যতীত অন্যান্য বিভিন্ন মানচিত্র বিষয় দেখানো হয় তাকে সাংস্কৃতিক মানচিত্র বলে।

নিম্নে বিভিন্ন প্রকার সাংস্কৃতিক মানচিত্রের বর্ণনা দেওয়া হল –

সামাজিক মানচিত্র (Social Map) :
যে মানচিত্রের মাধ্যমে মানব সমাজের বিভিন্ন জাতি, উপজাতি, সম্প্রদায়, ভাষা, ধর্ম, উৎসব-অনুষ্ঠান, সামাজিক সংঘ প্রভৃতি সম্বন্ধে তথ্য সরবরাহ করা হয়, তাকে সামাজিক মানচিত্র বলে।

অর্থনৈতিক মানচিত্র (Economic Map) : অর্থ উপার্জনের উৎসগুলির ওপর ভিত্তি করে যেসব মানচিত্র তৈরি করা হয়, তাকে অর্থনৈতিক মানচিত্র (Economic Map) বলে। কৃষিজ, খনিজ, বনজ ও শিল্পজ দ্রব্যগুলির উৎপাদন কেন্দ্রের বণ্টন, সেগুলির সঙ্গে ভোগকেন্দ্রের যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি দেখানো হয় অর্থনৈতিক মানচিত্রে।

রাজনৈতিক মানচিত্র (Political Map): যে সাংস্কৃতিক মানচিত্রে কোনো দেশের প্রশাসনিক সীমারেখা দেওয়া থাকে, তাকে রাজনৈতিক মানচিত্র বলে। একে প্রশাসনিক মানচিত্রও (Adminis- trative Map) বলে। এই মানচিত্রে সাধারণত দেশের রাজ্য সীমা, জেলা সীমা ইত্যাদি দেখানো থাকে। আবার, আন্তর্জাতিক ক্ষেত্রে দুটি দেশের সীমারেখাও রাজনৈতিক ম্যাপে দেখানো হয়। রাজনৈতিক মানচিত্র যে-কোনো দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক কার্যকলাপ দেখানোর জন্য মূল মানচিত্র (Base Map) হিসেবে ব্যবহৃত হয়।

ঐতিহাসিক মানচিত্র (Historical Map) : প্রাচীন রাজ্যের সীমানা, ঐতিহাসিক স্থান, ঘটনা প্রভৃতি যে মানচিত্র থেকে জানা যায় তাকে ঐতিহাসিক মানচিত্র বলে। যেমন সম্রাট অশোকের সাম্রাজ্যের মানচিত্র, মোঘল সাম্রাজ্যের মানচিত্র প্রভৃতি।

সামরিক মানচিত্র  (Military Map): দেশের সৈন্যবাহিনীর প্রয়োজনে যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে সামরিক মানচিত্র বলে।

ভূমি ব্যবস্থার মানচিত্র (Land Map): কোনো দেশ বা অঞ্চলের মোট ভূমিভাগের কতটা অংশ কী কী কাজে ব্যবহৃত হচ্ছে তা যে মানচিত্রে দেখানো হয় তাকে ভূমি ব্যবহার মানচিত্র বলে। এই মানচিত্র থেকে কোনো দেশ বা অঞ্চলের কৃষিভূমি, বনভূমি, জনবসতি, পতিত জমি প্রভৃতির পরিমাণ জানা যায়।

বন্টন মানচিত্র (Distribution Map): যে মানচিত্রে বিভিন্ন দ্রব্যের (যেমন কৃষি ফসল, শিল্পজাত দ্রব্য প্রভৃতি) বণ্টন দেখানো হয় তাকে বণ্টন মানচিত্র বলে।

পরিবহণ ও যোগাযোগ মানচিত্র (Transport & Communication Map): সমগ্র পৃথিবী বা কোনো দেশের জলপথ, বিমানপথ, সড়কপথ টেলিগ্রাফ লাইন প্রভৃতির বিন্যাস দেখিয়ে যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে পরিবহণ ও যোগাযোগ মানচিত্র বলে।

Leave a Comment