সৈয়দ মুজতবা আলীর ‘বই কেনা’ রচনার অন্তর্গত আলোচ্য অংশে ‘সে’ বলতে বাঙালিদের কথা বলা হয়েছে।
লেখক ‘বই কেনা’ রচনার শেষে আরব্যোপন্যাসের একটি গল্প তুলে ধরেছেন। গল্পটি হল- এক হাকিমের একটি মূল্যবান বই ছিল, রাজা সেটি নেওয়ার জন্য হাকিমকে হত্যা করে। যখন রাজা সেই বই পড়ছিল, তখন সে নিজের আঙুল দিয়ে মুখের লালা নিয়ে বারবার পৃষ্ঠা উলটেছিল। বইয়ের পৃষ্ঠায় বিষ মাখানো থাকায় রাজা ওই বিষক্রিয়ায় মারা যায়। এই গল্পটির মাধ্যমে লেখক রসিকতা করে বলেছেন যে, বাঙালি এই বিষের ভয়ে বই কেনা, বই পড়া ছেড়ে দিয়েছে।