সৌরজগৎ কীভাবে সৃষ্টি হল তা লেখো

সৌরজগৎ কীভাবে সৃষ্টি হল তা লেখো
সৌরজগৎ কীভাবে সৃষ্টি হল তা লেখো

সৌরজগতের সৃষ্টি :

  • প্রায় 500 কোটি বছর আগে সূর্য, সৌরজগৎ কিছুই ছিল না। ছিল মহাশূন্যে ভাসমান ধূলিকণা, গ্যাসের বিরাট মেঘ যা মহাবিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছিল।

  • মাধ্যাকর্ষণের টানে ধীরে ধীরে ধূলিকণা ও হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস পরস্পরের কাছাকাছি এসে জমাট বেঁধে প্রচণ্ড উত্তপ্ত হয়ে জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড সূর্য গঠিত হয়।

  • সদ্য জন্মানো সূর্যের মধ্যে মাধ্যাকর্ষণের কারণে পরমাণু পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হতে থাকে।

  • এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো, উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে।

  • অবশিষ্ট ধূলিকণা ও গ্যাস সূর্যের আকর্ষণে, সূর্যের চারদিকে প্রদক্ষিণ করতে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় গ্রহ, উপগ্রহ ও অন্যান্য জ্যোতিষ্ক। এদের নিয়ে গড়ে ওঠে। সৌরজগৎ বা সৌর পরিবার।

Leave a Comment