স্বাধীনতার রক্ষাকবচের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো

স্বাধীনতার রক্ষাকবচের প্রয়োজনীয়তা
স্বাধীনতা বলতে এমন একটি পরিবেশকে বোঝায়, যেখানে মানুষ তার ব্যক্তিত্ব বিকাশের উপযোগী সুযোগসুবিধা পায়। রাষ্ট্র আইনের মাধ্যমে এই পরিবেশকে সংরক্ষণ করে। সুতরাং আইন স্বাধীনতার বিরোধী নয়, বরং অন্যতম রক্ষাকবচ। তাই স্বাধীনতার রক্ষাকবচের কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা উল্লেখ করা হল-
ব্যক্তিস্বাধীনতার সংরক্ষণ
ব্যক্তিরা যাতে তাদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী জীবনযাপন করতে পারে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অযাচিত হস্তক্ষেপ ছাড়াই যাতে জনগণ তাদের মূল্যবোধ নিয়ে এগোতে পারে, তা সুনিশ্চিত করতে স্বাধীনতার রক্ষাকবচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা
অনেকক্ষেত্রে দেখা যায়, অল্পসংখ্যক ব্যক্তিদের নিয়ে সরকার গঠিত হয় এবং সেই সরকার আইন প্রণয়ন করে থাকে। কিন্তু যাদের নিয়ে সরকার গঠিত হয়, সেই ব্যক্তিরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আইনের অপপ্রয়োগ করে থাকে। তারা ভুলেই যান যে, জনকল্যাণসাধন তাদের প্রধান কর্তব্য। ফলত রাষ্ট্রীয় আইন মালিক শ্রেণির পক্ষে পরিচালিত হতে থাকে। এমতাবস্থায় রাষ্ট্র আইনের সাহায্যে সংখ্যালঘু শ্রেণির অধিকার ও স্বাধীনতা রক্ষায় তৎপর হয়ে ওঠে এবং শ্রেণিবৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে অবতীর্ণ হয়।
গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা
স্বাধীনতা গণতান্ত্রিক শাসনের ভিত্তি রচনা করে। সাম্য, মৈত্রী ও স্বাধীনতা হল গণতান্ত্রিক সমাজব্যবস্থার প্রধান স্তম্ভ। এগুলি ছাড়া গণতন্ত্র বাস্তবায়িত হতে পারে না। সমাজবদ্ধ মানুষ কখনোই অনিয়ন্ত্রিত স্বাধীনতা ভোগ করতে পারে না। কারণ অবাধ স্বাধীনতা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, তাই স্বাধীনতার প্রকৃতির মধ্যেই নিয়ন্ত্রণের বিষয়টি জড়িয়ে আছে।
আইনের পরিপূরক
স্বাধীনতা ছাড়া মানুষের ব্যক্তিত্ব বিকাশ কখনোই সম্ভব নয়। অধ্যাপক ল্যাস্কি যথার্থই মন্তব্য করেছেন যে, সংরক্ষণের বিশেষ ব্যবস্থা ছাড়া অধিকাংশ মানুষের পক্ষে স্বাধীনতা ভোগ করা অসম্ভব। তাই আইন স্বাধীনতার পরিপন্থী নয়, বরং পরিপূরক। বলা যায়, আইন হল স্বাধীনতার শর্ত।
উদ্ভাবন এবং অগ্রগতি
ব্যক্তির চিন্তাভাবনা, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা স্বাধীনতার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সমাজে সৃজনশীলতা, উদ্ভাবনশক্তি ও অগ্রগতি বৃদ্ধি করে অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে স্বাধীনতার রক্ষাকবচের তুলনা নেই।
সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধি
ব্যক্তিস্বাধীনতাকে সম্মান এবং রক্ষা করে একটি সুন্দর সুশীল সমাজ পরিচালনা করাই হল স্বাধীনতার অন্যতম কর্তব্য। এ ছাড়াও স্বাধীনতা ক্ষমতা ভারসাম্য বজায় রেখে গণতান্ত্রিক পদক্ষেপ ও জবাবদিহিতা নিশ্চিত করে থাকে।
সর্বোপরি বলাই যায়, স্বাধীনতার সুরক্ষা একটি ন্যায়পরায়ণ, গতিশীল এবং সমৃদ্ধ সমাজের জন্য অপরিহার্য নীতি।
আরও পড়ুন – জাতি ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর