স্বাভাবিক অধিকার সম্পর্কে লকের তত্ত্বটি আলোচনা করো। |
স্বাভাবিক অধিকার সম্পর্কিত লকের তত্ত্ব
লক বর্ণিত ‘স্বাভাবিক অধিকার’ তত্ত্বষ্টি প্রাকৃতিক আইনের সঙ্গে সংশ্লিষ্ট। স্বাভাবিক অধিকার ও প্রাকৃতিক আইনকে পৃথক করে ভাবা যায় না-উভয়ই পরস্পরের সংশ্লিষ্ট। বাস্তি প্রকৃতিতে জন্মগ্রহণ করেই স্বাভাবিক আইনকে গ্রহণ করে। মানুষ প্রকৃতির আইনের বিরুদ্ধাচরণ করতে পারে না, আবার প্রকৃতির রাজ্যের পরিচালন ব্যবস্থা প্রাকৃতিক আইনের সঙ্গে সংশ্লিষ্ট। কাজেই প্রাকৃতিক আইনের নিয়ন্ত্রণ মানুষকে মেনে চলতে হয়।
(1) তিন ধরনের অধিকার:
প্রাকৃতির রাজ্যের যে বর্ণনা লক দিয়েছেন, তাতে তিনি দেখিয়েছেন যে, প্রাকৃতিক রাজ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ তিনটি অধিকার ছিল-[a] জীবনের অধিকার, [b] স্বাধীনতার অধিকার এবং [c] সম্পত্তির অধিকার। আবার এই তিনটি অধিকারের মধ্যে সম্পত্তির অধিকারটি অধিকতর গুরুত্বপূর্ণ। বাকি দুটি অধিকার- সম্পত্তির অধিকারের মধ্যে সংশ্লিষ্ট। লক মনে করেন, সম্পত্তি ভোগ ও দখলকে কেন্দ্র করেই অন্যান্য অধিকার আবর্তিত হয়। প্রকৃতির রাজ্যের এই তিনটি অধিকারই ব্যক্তির ব্যক্তিত্বের সহায়ক। এই অধিকারগুলি অহন্তান্তরযোগ্য এবং এগুলিকে সংরক্ষণ করার প্রয়োজনেই মানুষ প্রকৃতির রাজ্য থেকে সরে এসে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করেছে। তাই স্বাভাবিক অধিকারগুলিকে অমান্য করার অধিকার কাউকেই দেওয়া হয়নি। প্রাকৃতিক তথা স্বাভাবিক আইনলঙ্ঘনকারীকে যুক্তিসম্মত ও বিবেকবোধ দ্বারা শাস্তি পেতে হত।
[2] বৈশিষ্ট্য:
স্বাভাবিক অধিকারের বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষণীয়। যথা-
(a) সমতার নীতি: মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ছিল সমতানীতিকেন্দ্রিক। এই কারণেই প্রাক্-রাষ্ট্রীয় সমাজে স্বাভাবিক অধিকারের অস্তিত্ব বজায় ছিল, যা মানুষ খণ্ডন করতে পারে না। তাছাড়া তখন তা খন্ডন করার প্রয়োজনও ছিল না।
[b] জীবন ও স্বাধীনতা: স্বাভাবিক অধিকারের মধ্যে জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকার নিয়োজিত
ছিল।
[c] গুরুত্বপূর্ণ অধিকার: অধিকারসমূহের মধ্যে সম্পত্তির অধিকারই হল সর্বাধিক গুরুত্বপূর্ণ অধিকার। জীবন ও স্বাধীনতার অধিকার স্বাভাবিক অধিকারকে কেন্দ্র করেই আবর্তিত হয়।
[d] ভারসাম্য নীতি: স্বাভাবিক অধিকারগুলি ভোগের ক্ষেত্রে সকলের মধ্যে সমতা নীতি বা ভারসাম্য নীতি বজায় থাকে। অর্থাৎ, সকলেই এই অধিকারের সমভোগকারী।
[e] ব্যক্তির ভোগ: স্বাভাবিক অধিকারগুলি কেবলমাত্র ব্যক্তিই ভোগ করার অধিকারী। অর্থাৎ স্বাভাবিক অধিকার হল জনগণের অধিকার। এই অধিকার ভোগের অধিকার সরকারের নেই।
[f] রাষ্ট্র কর্তৃক সংরক্ষণ: স্বাভাবিক অধিকারগুলি রাষ্ট্র কর্তৃক সংরক্ষিত। স্বাভাবিক অধিকারগুলিকে সংরক্ষণ করার জনাই প্রাক্-রাষ্ট্রীয় সমাজে চুক্তির প্রয়োজন হয়েছিল।
উপসংহার:
অতএব একথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে, লক যে রাজনৈতিক পরিকাঠামোর বর্ণনা দিয়েছেন, তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হল স্বাভাবিক অধিকার।